ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলেন রোহিত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:09 শনিবার, 19 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্টে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ব্যাটিং করার সুযোগ পেয়েই বদলে গেছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। রাঁচি টেস্টের প্রথম দিন শেষে রোহিত অপরাজিত আছেন ১১৭ (এটা তৃতীয় সেঞ্চুরি) রানে।

এই ইনিংস খেলার পথে ৪টি ছক্কা মেরেছেন রোহিত। এতে রেকর্ডের পাতায় নাম উঠে গেছে ডানহাতি এই ওপেনারের। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে টপকে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন রোহিত।

রেকর্ড গড়ার পথে বাংলাদেশকে একটি লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন রোহিত। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। ওটাই ছিল এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

৪১ বছরের রেকর্ড ভেঙে নিজের নাম বসিয়েছিলেন তিনি। ১৯৭৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম রাজা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো রোহিত মেরেছিলেন ১৩টি ছক্কা। শনিবার রাঁচিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে তৃতীয় ছক্কা মেরে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন রোহিত।

প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি ছক্কা মেরেছেন রোহিত। রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে নিজের ইনিংস আরও বড় করতে পারলে এই রেকর্ডটিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব তাঁর পক্ষে। রোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৩ উইকেটে ২২৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে ভারত।