সিপিএল

সিপিএলের অনুশীলন কাজে লাগবেঃ সাকিব

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 13:59 বুধবার, 16 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষে মঙ্গলবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মনে করেন সিপিএলের এবারের আসরের অনুশীলন ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কাজে লাগবে।

টানা ম্যাচের ব্যস্ততার মাঝেও অনুশীলনে নিজেকে ভারত সিরিজের জন্য তৈরি করেছেন সাকিব। তাছাড়া মাঠেও ব্যাটে-বলে ধারাবাহিক ছিলেন তিনি। এর ফলেই সাকিবের দল বার্বাডোস ট্রাইডেন্টস সিপিএলের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছে।

সিপিএল থেকে ফিরে এই অলরাউন্ডার বলেছেন, 'অনেকেই মনে করেনি আমরা চ্যাম্পিয়ন হবো। যেহেতু চ্যাম্পিয়ন হয়েই গেছি খুবই ভালো লাগার বিষয়। অনুশীলনটাও কাজে লাগবে। এই ম্যাচগুলোও আমার কাজে লাগবে। যেহেতু সামনে আমরা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবো।'

সিপিএলের সদ্য সমাপ্ত আসরে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮.৫ গড়ে ১১১ রান করেছেন সাকিব। আর বল হাতে ৪ উইকেট নিয়েছেন তিনি। বেশ কয়েকটি ম্যাচে তাঁর মিতব্যয়ী বোলিং বার্বাডোসকে জয় পেতে দারুণ সহায়তা করেছে।

যদিও এবারের আসরের শুরুতে পয়েন্ট টেবিলের নিচের দিকেই ছিল দলটি। সাকিব যোগ দেয়ার পরই দৃশ্যপট পালটে যায়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে বার্বাডোস। সাকিব মনে করেন দলীয় নৈপূণ্যেই এবার শিরোপা জিতেছে তাঁর দল।

সাকিবের ভাষ্যমতে, 'আমরা একেবারে শেষের দিকে ছিলাম। তারপরও ভালো ভাবে কোয়ালিফাই করে দ্বিতীয় স্থানে যাওয়ায় কিছুটা সুবিধা হয়েছিল। প্রতি ম্যাচেই নতুন করে কেউ না কেউ কন্ট্রিবিউট করেছে। এই কারণেই দলটা চ্যাম্পিয়ন হয়েছে।'