জাতীয় ক্রিকেট লিগ

নিজেকে প্রমাণ করার বাকি আছে ইমরুলের!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:31 মঙ্গলবার, 15 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। কিন্তু এই এক ডাবল সেঞ্চুরিতেই জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে না তাঁর জন্য। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা দ্বিতীয় রাউন্ডে ধরে রাখতে পারলেই জাতীয় দলে জায়গা হতে পারে বাঁহাতি এই ওপেনারের। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, জাতীয় দলের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের পার্থক্য রয়েছে। এ ছাড়া অনেক ক্লাব বা বিভিন্ন জায়গা থেকে এসে জাতীয় ক্রিকেট লিগের মতো টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। পরিস্থিতির সঙ্গেও দ্রুত মানিয়ে নিয়ে পারফরম্যান্স করতে হয় তাদের। এ কারণে ইমরুলের এই ডাবল সেঞ্চুরি গুরুত্ব পাচ্ছে মিনহাজুল আবেদীনের কাছে।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইমরুল কায়েস ডাবল সেঞ্চুরি করেছে। এখন মাত্র একটি রাউন্ড গিয়েছে। বলা মুশকিল। আরেকটি রাউন্ড গেলে তারপর অনেক কিছু বোঝা যাবে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স কিন্তু একটু অন্যরকম। কেননা ক্লাব বা অন্য জায়গা থেকে এসে অনেকগুলো খেলোয়াড় একসঙ্গে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে। খুব অল্প সময়ের জন্য তারা একসঙ্গে খেলে। সে হিসেবে এভাবে পারফরম্যান্স করাটা ক্রিকেটারের জন্য অনেক ভালো।’

প্রধান নির্বাচক জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের সব পারফরমারই তাদের নজরে আছেন। তাই জাতীয় লিগে প্রত্যেকের পারফরম্যান্সই তাৎপর্যপূর্ণ। ইমরুল কায়েস চলতি বছরের শুরু থেকেই ছেলের অসুস্থতার কারণে ক্রিকেটে মনোযোগ দিতে পারেননি। এ কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এবার ক্রিকেটে ফিরে ভালো ফর্মে থাকায় আসন্ন ভারত সফরের স্কোয়াডে আলোচনায় আছেন ইমরুল।

মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এখানে দেখার কোনও শেষ নেই। যারা পারফর্ম করবে ওদের সব সময় আমাদের নজরে রাখতে হবে। এখানে এমন না যে নির্দিষ্ট কাউকে আমাদের ভালো করে দেখতে হবে। ও কঠিন সময়ে ছিল। এখন সেটা পার করে ভালো ফর্মে এসেছে, তো সামনের সিলেকশন মিটিংয়ে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে।’

জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন ইমরুল। বাঁহাতি এই ওপেনার ৩১৯ বলে  ১৯টি চার এবং ৬টি ছক্কায় ২০২ রানে অপরাজিত থাকেন।