ভারত-বাংলাদেশ

গতি নয়, দক্ষতায় চোখ নান্নুর

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:10 মঙ্গলবার, 15 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গতি নয়, দক্ষতা থাকলে যেকোনো পেসারই প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করতে পারবেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতির পেছনে না ছুটে সামর্থ্যের সদ্ব্যবহার করতে পেসারদের পরামর্শ দিয়েছেন তিনি। 

টেস্ট ম্যাচে সাফল্য পেতে হলে ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বোলিং করতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আসন্ন ভারত সফরে পেসারদের গতির চেয়ে দক্ষতার দিকে মনোযোগী হতে বলছেন নান্নু।

প্রধান নির্বাচক বলেন, ‘পেস বলেন, স্পিন বলেন, মিডিয়াম পেস, স্লো পেস সব ক্ষেত্রে ভালো করতে হবে। আপনার সক্ষমতা আপনি কীভাবে কাজে লাগাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। ১৪০ গতির বল কিন্তু লাগে না। একটা ভালো সুইংয়ে ১২০ কিলোমিটার গতিতেও ব্যাটসম্যানদের আউট করা যায়। সুতরাং, সঠিক জায়গায় আপনি বল করছেন কত পারসেন্ট সেটা জানতে হবে।’

টেস্টে সঠিক জায়গায় ৮৫-৯০ শতাংশ বল করতে পারলে যেকোনো ব্যাটসম্যানকেই চাপে রাখা সম্ভব বলে বিশ্বাস করেন নান্নু। নান্নুর ভাষ্যমতে, ‘একজন ফাস্ট বোলার যদি একটা টেস্ট ম্যাচের একটা সেশনে ৮৫-৮৭ শতাংশ সঠিক জায়গায় বল করতে পারে অবশ্যই যেকোনো ব্যাটসম্যানকে চাপে রাখা যাবে। আমি মনে করি আমাদের বোলারদের সক্ষমতা রয়েছে এবং আমাদের কোচ এটি নিয়ে কাজ করছে।’ 

ভারতের বিপক্ষে আগামী মাসে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। ভারত সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে সাকিব আল হাসানের দল। সফরের আগে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।