আইপিএল

কুম্বলের কারণেই দলে অশ্বিন!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:39 মঙ্গলবার, 15 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কয়েকমাস আগে থেকে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে 'ট্রেড' করার চিন্তাভাবনা করছিল। এ নিয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আলোচনায়ও বসে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। যদিও শেষ পর্যন্ত অশ্বিনকে পাঞ্জাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। এমন সিদ্ধান্তে পাঞ্জাবের নবনিযুক্ত প্রধান কোচ অনিল কুম্বলের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বোর্ডের একটি সূত্র।

পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সহ-কর্ণধার নেস ওয়াদিয়া মিডিয়াকে বলেন, 'অশ্বিনের ব্যাপারে আমাদের ম্যানেজমেন্ট পুনরায় ভেবে দেখেছে। সে দলের অপরিহার্য সদস্য। দিল্লির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে অবশ্য। 

যদিও সেই আলোচনা কোনও ফলাফল আনেনি। অশ্বিন সাম্প্রতিক সময়ে যেভাবে খেলছে, তাঁর পারফরম্যান্সই তাঁর পক্ষে কথা বলছে।'

শুধু দিল্লি ক্যাপিটালস নয়, অশ্বিনের ব্যাপারে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গেও যোগাযোগ করে পাঞ্জাব। যদিও অশ্বিনকে দলে পেতে বেশি আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস।

কয়েকদিন আগে পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল কুম্বলেকে। অফ স্পিন ছেড়ে লেগ স্পিনার বনে যাওয়া অশ্বিনকে কুম্বলে ব্যক্তিগতভাবে পছন্দ করায় এই যাত্রায় পাঞ্জাবেই রইলেন অশ্বিন, এমন সংবাদ প্রচার করছে ভারতের গণমাধ্যমগুলো।

২০১৮ সালের আইপিএল নিলামে অশ্বিনকে ৭.৮ কোটি রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব। আইপিএলে পাঞ্জাবের হয়ে ২৮ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভারতের এই স্পিনার। 

২০১৮ এবং ২০১৯- দুই মৌসুম দলটির নেতৃত্ব দিলেও উল্লেখযোগ্য ফলাফল এনে দিতে পারেননি অশ্বিন। এ কারণেই তাঁকে ট্রেড করার পরিকল্পনা করেছিল পাঞ্জাব।