বিপিএল

ব্যাটসম্যানদের দুর্বলতার জন্যই বিপিএলে নতুন নিয়ম!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:44 সোমবার, 14 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিটি দলের একাদশে একজন করে ১৪০ গতিবেগের বিদেশি পেসার এবং একজন করে লেগস্পিনার রাখার নিয়ম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশীয় ব্যাটসম্যানদের দুর্বলতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা বলেছি যে ১৪০ কিমি গতির বিদেশি বোলারের কথা। এক্ষেত্রে আমাদের স্থানীয় ক্রিকেটারদের অনেক উন্নতি হবে। ১৪০ কিমি বেশি গতিতে বোলিং করা ক্রিকেটারদের বল আমাদের ব্যাটসম্যানরা খেলবে। এটা ওদের জন্য ভালো।

আমাদের সমস্যাটা মূলত কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমাদের ফাস্ট বোলিংয়ের বিপরীতে খেলতে সমস্যা হচ্ছে। আমাদের মানসম্পন্ন লেগ ব্রেক বোলার নেই বলে আমরা সেভাবে খেলতেও পারছি না। আমাদের উন্নতির কথা চিন্তা করেই আমরা এগুলো করছি।'

লেগ স্পিনারদের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিসিবি। যদিও আন্তর্জাতিক মানের কোনো লেগস্পিনার এখনও বাংলাদেশে নেই। মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লবদের মতো নবীন লেগ স্পিনারদের নিয়েই যাত্রা করবে বিসিবি।

অবশ্য বিপিএলে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বেশি হওয়ায় অন্যান্য দলে জায়গা করে নিতে পারেন বিদেশি লেগ স্পিনাররা।

মিডিয়াকে আকরাম আরও বলেন, 'চিটাগংয়ে আফ্রিদি (মিনহাজুল আবেদীন) খেলেছে, তারপর আমাদের বিপ্লব (আমিনুল ইসলাম) আছে। আমাদের কিন্তু বাইরের লেগ স্পিনার নেয়ার সুযোগ আছে। বাইরে থেকে লেগি নিয়েও কিন্তু আমরা খেলাতে পারি। 

শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশ নয়, এর বাইরে যেসব দল আছে ওদেরও কিন্তু একজন করে লেগি আছে। এটা কেবল বাংলাদেশে নেই। আমরা এসব বিষয় চিন্তা করছি। লেগ ব্রেক রান দিলেও উইকেট টেকিং বোলার। একটা লেগি দলে থাকলে কিন্তু সুযোগটা অনেক বেড়ে যায়।'