জাতীয় লিগ

নিজের দিনে তামিম একাই খেলবেন, প্রত্যাশা মুমিনুলের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:15 বুধবার, 09 অক্টোবর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম ইকবাল। দলটির অধিনায়ক হিসেবে আছেন মুমিনুল হক।

জাতীয় লিগের ট্রফি উন্মোচনের পর মুমিনুল জানিয়েছেন, তামিমের কাছে এবারের আসরে খুব বেশি প্রত্যাশা নেই। বেশি প্রত্যাশা হিতে বিপরীত হতে পারে বলে ধারণা তাঁর। তামিম যেদিন ব্যাট হাতে ছন্দে থাকবেন, দলের কাউকে সেদিন কিছু করা লাগবে না বলে মনে করেন চট্টগ্রাম অধিনায়ক।

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘প্রত্যাশা খুব বেশি না। প্রত্যাশা বেশি হলে ঝামেলা। তাঁর যতটুকু খেলার সামর্থ্য সেটা দিলেই হবে। আর যেদিন তিনি খেলবেন সেদিন অন্য কারও কিছু করা লাগবে না। এটা আমিও জানি, আপনারাও জানেন। সবাই জানে।’

সব ধরনের ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়েছিলেন তামিম। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। জাতীয় লিগ দিয়ে আবারও প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরবেন বাঁহাতি এই ওপেনার।

এ ছাড়া, মুমিনুল, তামিম, নাঈম হাসানদের জন্য এই টুর্নামেন্টটি নভেম্বরে ভারত সফরের প্রস্তুতিও। তাই এই টুর্নামেন্টটিকে গুরুত্ব সহকারে দেখছেন সব ক্রিকেটার।