দ্য হান্ড্রেড

দ্য হান্ড্রেডে খেলতে অবসর নিতে হবে হরভজনকে!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 13:15 শুক্রবার, 04 অক্টোবর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডে আগামী বছরের জুলাই থেকে শুরু হচ্ছে নতুন সংস্করণের ক্রিকেট টুর্নামেন্টে ‘দ্য হান্ড্রেড’। দুদিন আগেই ড্রাফট তালিকায় থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে টুর্নামেন্ট কতৃপক্ষ। ভারত থেকে ড্রাফটে রয়েছেন শুধু হরভজন সিং।

একশ বলের এই টুর্নামেন্টে দল পেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও বলতে হতে পারে এ স্পিনারকে। জাতীয় দলে খেলা ক্রিকেটারদের বিদেশি ঘরোয়া লিগে খেলার অনুমতি দেয় না ভারত।

তবে অবসর নিলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে কোনো দায়বদ্ধতা থাকে না ক্রিকেটারদের। ফলে অবসরের পর বিদেশি লিগে খেলতে বাধা থাকে না তাদের।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন বিদেশি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন ভারতের আরেক ক্রিকেটার যুবরাজ সিং। কদিন আগেই ভারতের এই অলরাউন্ডার খেলেছেন কানাডার গ্লোবার টি-টোয়েন্টি লিগে।

এবার তাঁর পথই অনুসরণ করতে পারেন হরভজন সিং। দ্য হান্ড্রেডের ড্রাফটে হরভজনের মুল্য ধরা হয়েছে এক লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা)। এই টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যে কাছে অনুমতি চেয়েছেন হরভজন।