ভারতীয় ক্রিকেট

লড়াইয়ের বিকল্প নেই লোকেশেরঃ গাঙ্গুলি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:43 শনিবার, 21 সেপ্টেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পাকা করতে হলে লড়াইয়ের বিকল্প নেই লোকেশ রাহুলের, এমনটা মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ইতোমধ্যেই শুরু হয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সিরিজ। টেস্ট সিরিজে অবশ্য দলে নেই লোকেশ রাহুল। সীমিত ওভারের ক্রিকেটে দলে জায়গা পেতে লোকেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হবেন শ্রেয়াশ আইয়ার এবং মানিশ পান্ডে, এমনটা বিশ্বাস সৌরভের।

রঙিন পোশাকের ম্যাচে, উদ্বোধনী জুটিতে ভারতের দুই ভরসার নাম রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তাই ওপেনার হওয়া সত্ত্বেও নিচের দিকে নামা ছাড়া উপায় নেই লোকেশের।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের টপ অর্ডারে সবচেয়ে বড় সমস্যা চার নম্বর পজিশন। যদিও লোকেশের জন্য সেই পজিশনটি আদায় করাও এখন কঠিন হবে বলে মনে করছেন সৌরভ।

'রোহিত আর ধাওয়ান যদি ওপেন করে তাহলে লোকেশকে নিচে নেমে আসতে হবে। চার নম্বর পজিশনে তার প্রতিদ্বন্দ্বী শ্রেয়াশ এবং মানিশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করায় শ্রেয়াশ ইতোমধ্যেই দলে ভালো একটি অবস্থান করে নিয়েছে। জায়গা নিশ্চিত করতে হলে লোকেশকে লড়তে হবে।' সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার কলামে লিখেছেন সৌরভ।

ইংল্যান্ড বিশ্বকাপের আগ থেকেই চার নম্বর পজিশন নিয়ে দুশ্চিন্তায় ভারত। এই পজিশনে বিজয় শঙ্কর, ঋষভ পান্ত, দীনেশ কার্তিকরা খেললেও কেউই জায়গা পাকা করতে পারেননি।