ত্রিদেশীয় সিরিজ

ফাইনালের বাংলাদেশকে আলাদাভাবে দেখছে আফগানিস্তান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:22 বৃহস্পতিবার, 19 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশ। ফাইনালেও আফগানিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। তবে ফাইনালের বাংলাদেশকে আলাদাভাবে দেখছেন আফগানিস্তানের ব্যাটিং কোচ নওরজ মঙ্গল।

চলমান এই সিরিজটির আরেক প্রতিপক্ষ জিম্বাবুয়েকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। ফাইনালের আগে বাংলাদেশের অবশ্য আরেকটি ম্যাচ বাকি আছে, এই আফগানদের বিপক্ষেই।  

যদিও সেই ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছে না দুই দল। বরঞ্চ ২৪ সেপ্টেম্বরের ফাইনালের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেয়া শুরু করেছে আফগানিস্তান এবং বাংলাদেশ। 

'হ্যাঁ, অবশ্যই ফাইনালের বাংলাদেশ আলাদা। বাংলাদেশ অবশ্যই ভালো দল। তাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। আমাদের বিপক্ষে তাদের পরিকল্পনা আছে অবশ্যই, তাদের বিপক্ষেও আমাদের পরিকল্পনা আছে।' বলেছেন নওরজ মঙ্গল।

ত্রিদেশীয় এই সিরিজটিতে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে আফগানিস্তান। এ কারণে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে রশিদ খানের দল। টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার আগে, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও জিতে নেয় আফগানরা।