ত্রিদেশীয় সিরিজ

মাহমুদউল্লাহর চোখে এক্স ফ্যাক্টর বিপ্লব

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:26 বুধবার, 18 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পাওয়া আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাপারে ধারণা ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। দলের সঙ্গে চট্টগ্রাম আসার পর অনুশীলনে তরুণ এই স্পিনারকে প্রথম দেখেন তিনি। 

অনুশীলন দেখে মাহমুদউল্লাহর মনে হয়েছিল ১৯ বছর বয়সী এই ক্রিকেটারের ভেতর এক্স ফ্যাক্টর আছে। 

নিজেদের তৃতীয় ম্যাচে  জিম্বাবুয়ের বিপক্ষে জিতে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৬২ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে বড় স্কোর এনে দিতে সাহায্য করলেও সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিংয়ের চেয়ে বিপ্লবকে নিয়েই কথা বলেছেন তিনি। 

দলের সিনিয়র ক্রিকেটার হওয়ায় নিজে থেকেই চাচ্ছিলেন এই তরুণ যেন ম্যাচে ভালো পারফম্যান্স করেন। মাহমুদউল্লাহ বলেন, ‘আমি যখন মাঠে নামি তখন ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম বিপ্লব যেন খুব ভালো করে। আমি ওকে আগে চিনতাম না, খেলাও দেখিনি। 

যখন আমি ওকে নেটে দেখলাম, তখন মনে হয়েছিল ওর ভিতরে একটা এক্স ফ্যাক্টর আছে। আমি চাচ্ছিলাম ও যেন ভালো করে, দলের জন্য ভালো করে।’ 

অভিষেক ম্যাচেই বল হাতে ২ উইকেট তুলে নিয়ে সবার নজর কেড়েছেন বিপ্লব। মাহমুদউল্লাহ আরও মনে করছেন, অনেক সাহস নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে বোলিং করেছেন ১৯ বছর বয়সী এই স্পিনার।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি আসলে অনেক বেশি খুশি, সাকিবের সঙ্গেও কথা বলছিলাম। যে সাহস নিয়ে ও বোলিং করেছে তা অসাধারণ।

ব্যাটিংয়েও অনেক পারদর্শী সে। ও যেভাবে শুরু করেছে তা যদি ধরে রাখতে পারে, সামনে আরও ভালো করতে পারবে দেশের জন্য।’