ত্রিদেশীয় সিরিজ

তামিম-সাকিব-মুশফিকের পর মাহমুদউল্লাহ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:36 বুধবার, 18 সেপ্টেম্বর, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে এই ডানহাতি ব্যাটসম্যান তিন ফরম্যাট মিলিয়ে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন।

চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। তাঁর আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এই মাইলফলক ছুঁয়েছেন।

তিন ফরম্যাটে ৩৩৩ ম্যাচ খেলে ১২ হাজার ৭৭৫ রান করে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান তামিম ইকবালের। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

৩৩৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১১ হাজার ৬৮২ রান। তিন নম্বরে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩৬৩ ম্যাচে তাঁর রান ১১ হাজার ৩০৪।

৩১০ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের রান ৮ হাজার ৩২ রান। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি সংখ্যা এখন ৪১টি (তিন ফরম্যাট মিলিয়ে)। আন্তর্জাতিক ক্রিকেটে এই ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন ৭টি।