ত্রিদেশীয় সিরিজ

মুগ্ধর ইয়র্কারে উড়ে গেল সাকিবের স্টাম্প

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:43 বুধবার, 11 সেপ্টেম্বর, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে হারের ক্ষত এখনো দগদগে। ক্ষত শুকানোর সময়ও পাচ্ছেন না সাকিব-মাহমুদউল্লাহরা। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া  ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।

বুধবার মিরপুরের ইন্ডোরে অনুশীলন করেছেন সাকিব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেকরা। বেশ কয়েকজন সে সময় ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত। সব মিলিয়ে নিজেদের সম্পূর্ণরূপে তৈরি করতে মরিয়া ক্রিকেটাররা।

বেলা ১২টায় অনুশীলনে যোগ দিতে ইন্ডোরে যান অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসে খানিকক্ষণ আলাপ-আলোচনা করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

দুজনের আলোচনার সঙ্গী হিসেবে থাকা অ্যানালিস্ট শ্রীনিভাসন এসে দুজনকে কাগজে কলমে কিছু দেখাচ্ছিলেন। এরপরই ব্যাট নিয়ে নেটে ব্যাটিং করতে যান সাকিব।

অনুশীলনের শুরুটা পেসারদের দিয়ে করেন বাংলাদেশ অধিনায়ক। তাকে বোলিং করছিলেন স্কোয়াডের বাইরে থাকা রুবেল হোসেন, শুভাশিষ রায় এবং বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়া মনিরুল ইসলাম মুগ্ধ। অনুশীলনে জাতীয় দলের দুই ক্রিকেটার রুবেল এবং শুভাশিষকে ছাপিয়ে দাপট দেখাতে থাকেন বর্তমান সময়ে দেশের অন্যতম গতিসম্পন্ন পেসার মুগ্ধ। 

বিকেএসপি থেকে উঠে আসা তরুণ পেসার মুগ্ধর করা ইয়র্কারে উপড়ে যায় সাকিব আল হাসানের স্টাম্প। বোল্ড হয়ে অবশ্য অবাক হননি সাকিব, সময়ও নেননি বেশিক্ষণ। পেছনে ফিরে স্টাম্প তুলে আবার গেড়ে নেন। ফের শুরু করেন ব্যাটিং। এরপর অবশ্য মুগ্ধর পেস আক্রমণ ভালোভাবেই সামলে নিয়েছেন সাকিব।