অ্যাশেজ ২০১৯

চতুর্থ টেস্টে ফেরার আভাস স্মিথের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:42 রবিবার, 25 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

লর্ডস টেস্টে ঘাড়ে চোট পেয়ে বদলি হতে হয়েছিল স্টিভ স্মিথকে। চোট গুরুতর হওয়ায় হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারেননি সাবেক এই অজি অধিনায়ক। ইনজুরি কাটিয়ে ডার্বিশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁর মাঠে নামার কথা রয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট। লর্ডস টেস্টে ইংলিশ পেসার জফরা আর্চারের বাউন্সারে মাথায় নিচের দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় স্মিথকে। চোটের পর প্রথম ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি।

তবে কনকাশন টেস্টে উৎরাতে না পারলে দ্বিতীয় ইনিংসে তাঁর বদলি হিসেবে নামানো  মার্নাস লাবুশানেকে। হেডিংলিতে খেলার ব্যাপারে আশাবাদী হলেও শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে বাদ দিয়েই একাদশ সাজায় অজিরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানিয়েছে রবিবার নেটে ২৫ মিনিটের মতো ব্যাটিং অনুশীলন করেছেন স্মিথ। তাছাড়া কিছুক্ষণ দৌড়ও অনুশীলন করেছেন তিনি। ডার্বিশায়ারের বিপক্ষে অস্ট্রলিয়ার সাবেক অধিনায়কের খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সূত্রটি।

সূত্রটি বলেছে, 'স্টিভ স্মিথ বোলারদের বিপক্ষে ব্যাট করেছেন আজ প্রথমবারের মতো। এই সেশনটি ছিল ২৫ মিনিটের। এরপর কিছুক্ষণ দৌড় অনুশীলন করেছেন তিনি। তার আবারও পরীক্ষা-নিরীক্ষা করানো হবে তবে প্রস্তুতি ম্যাচে ডার্বিতে তার খেলার কথা রয়েছে।'

পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত রিপোর্ট হাতে পেলেই স্মিথকে খেলার জন্য ছাড়পত্র দেবেন অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফরা। সবকিছু ঠিকঠাক থাকলে ৪ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডের মাঠে নামবেন স্মিথ।