মিরাজের ইনজুরি

ব্যাট-বল থেকে দূরে থাকতে হচ্ছে মিরাজকে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:11 রবিবার, 25 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। রবিবার সকালে বাংলাদেশ দলের ক্রিকেটাররা স্কিল অনুশীলন করেছেন। এই অনুশীলনের মাঝে শনিবার (২৪ আগস্ট) আঙুলে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এরই মধ্যে মিরাজের হাতের স্ক্যান করানো হয়েছে। তাঁর হাতে কোনো চিড় ধরা পড়েনি। ফলে ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই। তবে ব্যাটিং-বোলিং করতে পারছেন না এই অলরাউন্ডার।

রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ জানিয়েছেন, দুই-তিন দিনের মধ্যে ব্যাটিং-বোলিং অনুশীলনে ফিরতে আশাবাদী তিনি। তবে সিরিজ শুরুর আগে চোট পাওয়ায় কিছুটা হতাশ তিনি।

চোটের ব্যাপারে মিরাজ বলেন, 'আঙুল আল্লাহর রহমতে ভালো আছে। কোনো সমস্যা হয়নি। হয়তো তিন-চারদিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। খারাপ লাগছে ইনজুরির কারণে ব্যাটিং-বোলিং করতে পারছি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দুই-দিন দিনের মধ্যে হয়তো বোলিং-ব্যাটিং করতে পারবো।'

শনিবার (২৪ আগস্ট) থেকে ক্রিকেটারদের স্কিল অনুশীলন শুরু হয়েছে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই স্কিল অনুশীলন। এক সেপ্টেম্বর টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাওয়ার কথা বাংলাদেশ দলের।