ভারতীয় ক্রিকেট

চ্যাম্পিয়নশিপেই জনপ্রিয় হবে না টেস্ট ক্রিকেটঃ শচিন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 14:10 রবিবার, 25 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমেও জনপ্রিয় করা সম্ভব নয় টেস্ট ক্রিকেট, যদি ওই মানের উইকেট ব্যবহার না করা হয়। মনে করছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলকার বলেন, 'টেস্ট ক্রিকেট তখনই আরও জনপ্রিয় হবে যখন আমরা ওরকম উইকেট বানাতে পারব। কিন্তু উইকেট যদি ফ্ল্যাট হয় তাহলে এটা কখনোই জনপ্রিয় হবে না। 

এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমেও টেস্ট ক্রিকেটকে আনন্দদায়ক করা সম্ভব হবে না।'

অ্যাশেজ সিরিজে লর্ডস টেস্টের উদাহরণ টানলেন শচিন। ইংলিশ পেসার জফরা আর্চারের দ্রুতগতির বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়েন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপর ওই ইনিংসে ফিরলেও দ্বিতীয় ইনিংসে আর খেলতে পারেননি স্মিথ।

এমনকি চলমান হেডিংলি টেস্টেও খেলছেন না স্মিথ। কিন্তু আলোচনার টেবিলে এখনও আছেন তিনি। টেস্ট ক্রিকেটে স্মিথ-আর্চার ঘটনার মতো আরও চ্যালেঞ্জ এবং আগ্রাসন দরকার মনে করছেন শচিন।

এই ঘটনার উদাহরণ টেনে বলেন, 'স্মিথ ওই দিন ইনজুরিতে পড়ল। তার জন্য এটা বড় ধকল। কিন্তু টেস্ট ক্রিকেট তখনই জনপ্রিয় হয়েছে যখন জফরা আর্চার তাকে চ্যালেঞ্জ করেছে। 

মানুষ তখনই ভুলে গিয়েছে চার সপ্তাহ আগে বিশ্বকাপ হয়েছে। তারা তখন আর বিশ্বকাপ নিয়ে কথা বলেনি, বলেছে টেস্ট ক্রিকেট নিয়ে। কেননা ওই ঘটনা অনেক প্রাণবন্ত ছিল।'