আইপিএল

নেতৃত্ব হারাতে যাচ্ছেন অশ্বিন?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:43 রবিবার, 25 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্ব হারাতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এমনকি দলটির হয়ে আর নাও খেলতে পারেন তিনি! ভারতীয় গণমাধ্যম প্রকাশ করছে এমনটাই।

ভারতের গণমাধ্যমের বলছে, কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই চিন্তা করছে অশ্বিনকে দল থেকে বিদায় দেয়ার জন্য। অশ্বিনকে 'ট্রেড' করার জন্য ইতোমধ্যেই দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র্যাঞ্চিইজি।

অশ্বিনকে দিল্লী ক্যাপিটালস অথবা রাজস্থান রয়্যালস দলে পাঠিয়ে দিয়ে ওই দলের অন্য কোনো ক্রিকেটারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে তারা।

দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রেয়াশ আইয়ার। অপরদিকে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পালন করছেন অজিঙ্কা রাহানে। কখনো কখনো স্টিভ স্মিথও পালন করছেন এই দলের নেতৃত্ব। এই দুই দলের কোনোটিতে অন্তত অধিনায়ক হিসেবে খেলবেন না অশ্বিন- বলাই যায়।

সূত্রটি বলেছে, অশ্বিন যদি কোনোভাবে পাঞ্জাবেও থেকে যান তাহলেও অধিনায়কত্ব হারাতে পারেন তিনি। নতুন অধিনায়ক হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাবের পছন্দ দলটির ওপেনার লোকেশ রাহুলকে।

২০১৮ সালের আইপিএলের নিলামে অশ্বিনকে ৭.৮ কোটি রুপিতে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে পাঞ্জাবের হয়ে ২৮ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৮ এবং ২০১৯- দুই মৌসুম দলটির নেতৃত্ব দিলেও উল্লেখযোগ্য ফলাফল এনে দিতে পারেননি অশ্বিন।