সাকিব-বিসিবি বৈঠক

ঘরের বাইরে উন্নতিতে বৈঠকে সাকিব-বিসিবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:30 শনিবার, 24 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঘরের মাঠে সব সময়ই সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। তবে দেশের বাইরে এখনও ধুঁকতে হয় মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের। বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করতে টেস্ট অধিনায়ক সাকিবের চাহিদা জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার মধ্যরাতে দেশে পা দিয়ে সকালেই অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। অনুশীলন শেষে দুপুরে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ অধিনায়ক। সেখানেই সাকিবের চাহিদা জানতে চাওয়া হয়েছে।

এই বৈঠকে সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, দেশের বাইরে উন্নতির জন্য প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘বিশ্বকাপের পর আমাদের কোচিং প্যানেলে অনেক পরিবর্তন এসেছে। নির্বাচক, অধিনায়ক, কোচ আমরা সবাই আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনার মূল বিষয় ছিল, কীভাবে দেশে ও বাইরে ভালো করা যায়।’ 

‘আগে যেমন কেবল দেশের কথা চিন্তা করতাম। এখন দেশের বাইরে কীভাবে ভালো করা যায়, সেদিকটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নির্বাচকদের কী ভূমিকা থাকবে, অধিনায়কের কী চাহিদা থাকবে এই সব নিয়ে আলোচনা হয়েছে।‘ যোগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

দেশের বাইরে উন্নতিতে নজর আছে বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গোরও। তিনি এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবছেন। নির্বাচকদের পরামর্শও নিচ্ছেন বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম।

‘দেশে ও দেশের বাইরে আমরা সমানতালে এগোতে চাই। দেশে যেমন ভালো খেলি, দেশের বাইরেও যেন তেমন ভালো খেলি সেটা নিশ্চিত করতে চাই। ডমিঙ্গো অনেক গভীরভাবে এই ব্যাপারগুলো নিয়ে ভাবছে। সে নির্বাচকদের কথা শুনেছে।’