পূর্বাচল স্টেডিয়াম

পূর্বাচল স্টেডিয়ামের জন্য বিসিবির দরপত্র আহ্বান

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:16 শনিবার, 24 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পূর্বাচলে নির্মিত হতে যাওয়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জন্য আন্তর্জাতিক দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।

আগ্রহী কোম্পানিগুলোকে আগামী ৭ অক্টোবরের মধ্যে নিজেদের বিস্তারিত বিসিবি বরাবর জমা দিতে বলা হয়েছে। এর জন্য বেশ কিছু শর্ত বেধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আগ্রহী কোম্পানিগুলোর অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে অন্তত ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আন্তর্জাতিক স্টেডিয়ামের নকশা এবং ইঞ্জিনিয়ারিং নকশা তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।

গত অর্থ বছরে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার লেনদেন থাকতে হবে। বিগত ৫ (পাঁচ) আর্থিক বছরে গৃহীত অবকাঠামোগত প্রকল্পগুলোর নির্মাণ ব্যয় (১ এপ্রিল ২০১৪ থেকে ৩০ শে মার্চ ২০১৯) কমপক্ষে ৬০ মিলিয়ন মার্কিন ডলার হতে হবে।

আবেদন পত্রের সঙ্গে কোম্পানির বিস্তারিত এবং প্রত্যেক পরিচালকের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে বিসিবির পক্ষ থেকে। ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাম্প্রতিক অডিট রিপোর্টও দিতে হবে কোম্পানিগুলোকে।

এ ছাড়া ব্যাংকের আর্থিক নিশ্চয়তা পত্র, কোম্পানির সাংবিধানিক নথি, ভ্যাট, ট্রেড লাইসেন্স এবং টেক্স আইডেন্টিফিকেশন নম্বর, পরামর্শকদের বিস্তারিত তথ্য, অনুরূপ প্রকল্প তৈরির অভিজ্ঞতার প্রমাণ এবং বর্তমান চলমান প্রকল্পের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্পসহ কোম্পানির বার্ষিক টার্নওভার এবং সামগ্রিক আর্থিক অবস্থার বিস্তারিত জমা দিতে হবে বিসিবির কাছে।

আবেদন পত্র জমা দিতে হবে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর।এক্সপ্রেশন অব ইস্টারেস্টের আবেদন পত্র যাচাই বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। সংক্ষিপ্ত তালিকায় থাকা কোম্পানিগুলোকে প্রস্তাবিত নথি জমা দিতে বলা হবে। সেই সঙ্গে সাক্ষাৎকার দেয়ার জন্যও আহ্বান করা হবে।

কদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, স্টেডিয়ামের ডিজাইনার এবং পরামর্শক নিয়োগে অতিসত্ত্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। আবেদনের ভেতর থেকে নির্বাচিত ডিজাইনার এবং পরামর্শক স্টেডিয়ামের জন্য প্রস্তুতকৃত কনসেপ্ট ডিজাইনের ভিত্তিতে কাজ শুরু করবেন তাঁরা। এ জন্য একটি কমিটি করে দেওয়া হবে। যে কমিটিতে থাকবেন বিসিবি এবং বিসিবির বাইরের পরামর্শকরা।

এ প্রসঙ্গে নাজমুল হাসানের ভাষ্য, ‘আমরা পূর্বাচলে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম করতে যাচ্ছি, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম। আমরা এখনই নতুন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট প্রকাশ করতে চাচ্ছি। এটা উন্মুক্ত থাকবে। যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারবে। এটা আমরা এখনই করে ফেলব। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটার কাগজ পত্র সবকিছু প্রস্তুত। এখন আমরা পত্রিকায় দেব।’