মাইলফলক

এক উইকেটের জন্য খেলি নাঃ তাইজুল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:22 শুক্রবার, 23 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

শততম টেস্ট উইকেটের দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর মাত্র একটি উইকেট পেলেই তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে একশো উইকেটের মালিক হবেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেই এই রেকর্ড হাতছানি দিচ্ছে বাঁহাতি এই স্পিনারকে। তাইজুল জানিয়েছেন, তাঁর লক্ষ্য এক উইকেট নয়। মাঠে নামলে পাঁচ-ছয় উইকেটের উদ্দেশ্য নিয়েই মাঠে নামেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তাইজুলের ভাষ্য, 'আমি এগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমি যখন মাঠে যাই, আমি চেষ্টা করি পাঁচ-ছয় উইকেটের জন্য। আমি এক উইকেটের জন্য খেলি না। আমি সবসময় চেষ্টা করি দলকে সাহায্য করতে।'

২৮টি টেস্ট ম্যাচ খেলে ৪৩ ইনিংসে তাইজুলের দখলে রয়েছে ৯৯ উইকেট। বাংলাদেশের হয়ে সাদা পোষাকে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে রয়েছেন বাঁহাতি এই স্পিনার।

২০৫ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান। ১০০ উইকেট নিয়ে দুই নম্বরে সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। আর মাত্র দুই উইকেট পেলে রফিককে টপকে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হবেন তাইজুল।