ভারত-ওয়েস্ট ইন্ডিজ

আমি স্বার্থপর নয়ঃ রাহানে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:05 শুক্রবার, 23 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্ব কাঁধে তুলে নেন অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। সেঞ্চুরি হাঁকাতে না পারলেও ৮১ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

সেঞ্চুরি মিস করলেও সেই আক্ষেপ নেই ডানহাতি এই ব্যাটসম্যানের। জানিয়েছেন, দলের স্বার্থেই খেলে যাচ্ছিলেন, নিজের সেঞ্চুরির কথা মাথায়ও আনেননি। এছাড়া উইকেট অনেক কঠিন ছিল, নিঃস্বার্থের মতো ব্যাটিং করেছেন দলকে বিপদমুক্ত করার লক্ষ্যেই।

রাহানে বলেন, 'আমি যতক্ষণ ক্রিজে থাকি আমি দলের কথা চিন্তা করি। আমি স্বার্থপর নয়। আমি সেঞ্চুরি নিয়ে মোটেও চিন্তিত নই, আমার মনে হয় ৮১ রানের ইনিংসটি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ উইকেটে ব্যাটিং করা একদম ছিল না, আর আমরা খুব ভালো পরিস্থিতিতে ছিলাম।' 

আগেই জেনে গিয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হচ্ছে না রাহানের। যে কারণে মাঝের সময়টাকে কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। সুযোগ পেয়ে খেলতে গিয়েছিলেন ইংলিশ কাউন্টিতে, সেখানে কাজ করেছেন নিজের ব্যাটিং নিয়েও।

রাহানে আরও বলেন, 'দলের স্বার্থে এমন ইনিংসটি খেলা অনেক প্রয়োজন ছিল। যখন শুনেছি বিশ্বকাপ স্কোয়াডে আমার জায়গা হচ্ছে না তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। হাতে থাকা দুটি মাস কাজে লাগাতে চেয়েছি, ৭টি কাউন্টি ম্যাচ খেলেছি। ব্যাটিং এবং কিছু জায়গায় কাজ করেছি।'

রাহানের ৮১ রানের উপর ভর করেই বড় রক্ষা পেয়েছে ভারত। ২৫ রানে ৩ উইকেট হারানোর পর ৬ উইকেটে ২০৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বিরাট কোহলির দল। সব মিলিয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাঁধে ভর করেই প্রথম দিন শেষ করে টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি।