ভারত-ওয়েস্ট ইন্ডিজ

গ্যাব্রিয়েলের তিন উইকেটের দিনে রাহানের প্রতিরোধ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 10:42 শুক্রবার, 23 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যান্টিগাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী ভারত। প্রথম টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২০৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। 

ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর আমন্ত্রণে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৭ রান যোগ করতেই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পুজারাকে হারিয়ে বসে ভারত। 

দুটি উইকেটই তুলে নেন পেসার কিমার রোচ। আরেক ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দলীয় ২৫ রানের সময় কোহলিকে ৯ রানে বিদায় করে স্বাগতিকদের আনন্দের জোয়ারে ভাসান শ্যানন গ্যাব্রিয়েল।

২৫ রানে ৩ উইকেট হারালেও লোকেশ রাহুল এবং আজিঙ্কা রাহানের ব্যাটে লড়তে থাকে ভারত। দলীয় ৯৩ রানে ব্যক্তিগত ৪৪ রানে লোকেশ রাহুল ফেরেন রস্টন চেজের বলে বিদায় নিয়ে।

এরপর হানুমা বিহারি এবং রাহানে মিলে দলকে ১৫০'র উপর নিয়ে যান। হাফ সেঞ্চুরি তুলে নেন রাহানে। বিহারি ৩২ করে রোচকে উইকেট ছুঁড়ে দিলে ৮১ রানে রাহানেকেও বিদায় করেন গ্যাব্রিয়েল। 

এরপর রিশাভ পান্ত এবং রবিন্দ্র জাদেজা মিলে লড়াই করলেও ম্যাচে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে বৃষ্টির কারণে আর মাঠে খেলা গড়ায়নি। পান্ত ২০ এবং জাদেজা ৩ রানে ক্রিজে অপরাজিত থাকেন। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

ভারতঃ ২০৩/৬ (রাহানে ৮১) (রোচ ৩/৩৪)