বিপিএল

ওয়াটসনকে দলে খেলাতে নিয়মের পরিবর্তন চায় খুলনা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:10 সোমবার, 19 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অস্ট্রেলিয়ার বিগব্যাশে না খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন শেন ওয়াটসন। সাবেক অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে খুলনা টাইটান্স। বিপিএলের সৌন্দর্য বৃদ্ধি করবেন ওয়াটসন, মনে করছেন টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম।


বিপিএল গভর্নিং কাউন্সিলের দাবি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যক্তিগত সকল চুক্তিই এখন অবৈধ। তাদের ঘোষণা অনুযায়ী এখন কোনো ফ্র্যাঞ্চাইজি নেই বিপিএলে! অর্থাৎ, চুক্তি নবায়নের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের আওতায় আসবে।

এরপর তারা চুক্তি করবে ক্রিকেটারদের সঙ্গে। এই নিয়ম মনে ধরেনি এনামের। বিসিবির এই পরিচালকের মতে, বিগব্যাশ না খেলে খুলনার সঙ্গে চুক্তি করেছে ওয়াটসন। এবার যদি এই চুক্তি গ্রহণযোগ্যতা না পায় তাহলে সেটা বিপিএলেরই ক্ষতি।   

সোমবার কাজী এনাম বলেন, ‘শেন ওয়াটসনের সঙ্গে আমাদের যে আলাপ হয়েছে তা কিন্তু আমি বলেছি। ফেসবুক পেজে শেয়ার করেছি। তাঁর সাথে চুক্তি হয়েছে। সে কিন্তু বিগব্যাশ খেলবে না। পরের দুই বছর সে বিপিএল খেলতে আসতে আগ্রহী।

এটা কিন্তু শুধু খুলনা টাইটান্সের বিষয় নয়। এটা বিপিএলের জন্যই অনেক বিশাল জিনিস। বিগব্যাশ বাদ দিয়ে সে কিন্তু বিপিএল খেলছে। আমি চাইব সরাসরি চুক্তির একটা ব্যবস্থা থাকবে। বড় মাপের ক্রিকেটার, যার সাথে আমার চুক্তি হয়েছে সে যেন অবশ্যই খেলতে পারে।’