বিপিএল

খুলনাকে বিপিএলের ভেন্যু করার দাবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:09 সোমবার, 19 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু করার প্রস্তাব দিয়েছে খুলনা টাইটান্স। সোমবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেখানেই এই দাবি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম আহমেদ জানিয়েছেন, শেখ আবু নাসের স্টেডিয়ামের কিছু কাজ এখনও বাকি। তবে হোটেলগুলোর অনেক উন্নতি হয়েছে। এ ছাড়া, যশোর-খুলনা রোডের কাজও প্রায় শেষের দিকে। খুলনাকে ভেন্যু করার জন্য এভাবেই যুক্তি দিয়েছেন বিসিবির এই পরিচালক।

এ প্রসঙ্গে এনাম বলেছেন, ‘আমরা খুলনা টাইটান্স যেহেতু খুলনার টিম। খুলনা যেহেতু আন্তর্জাতিক ভেন্যু ছিল। খুলনাতে কিন্তু বিপিএলও হয়েছে। আমি রিকোয়েস্ট করেছি খুলনাতে যেন অবশ্যই আবার বিপিএল করা হয়। স্টেডিয়ামের কিছু কাজ বাকি আছে। ওখানে হোটেলও অনেক উন্নত হয়েছে। যশোর-খুলনার রাস্তারও কিন্তু কাজ চলছে। সেটাও প্রায় শেষ পর্যায়ে।'

২০০৪ সালে তৈরি করা হয় শেখ আবু নাসের স্টেডিয়াম। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পায় স্টেডিয়ামটি। ২০০৪ সালে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজার থাকলেও ২০০৬ সালে তা ২০ হাজারে উন্নীত করা হয়।

খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, যখনই সুযোগ আসে তখনই যেন দেশের বিভিন্ন ভেন্যুতে বিপিএল আয়োজন করা হয়।

বিপিএলের কোনো দল সেখানে খেলতে রাজি না হলেও খুলনা টাইটান্স খেলতে রাজি থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি মনে করেন কুমিল্লা, রাজশাহী এবং রংপুরেও বিপিএলের খেলা আয়োজন করা উচিত।

এ প্রসঙ্গে কাজী এনামের ভাষ্য, ‘আমি আশা করবো খুলনাতে যেন বিপিএল হয়।  কুমিল্লা হোক রাজশাহী হোক রংপুর হোক, ম্যাচ আয়োজন করা উচিত। কোনো টিম রাজি না হলেও খুলনা টাইটান্স একটি ম্যাচ হলেও খুলনাতে খেলে আসতে রাজি।'