অ্যাশেজ ২০১৯

দুই ম্যাচের মাঝের সময় কাজে লাগাতে চান স্মিথ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:36 রবিবার, 18 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

শতভাগ সুস্থ হয়ে হেডিংলিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ফিরতে চান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। লর্ডস টেস্টের চতুর্থ দিন ঘাড়ে চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে গেছেন তিনি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথের বদলি হিসেবে ব্যাটিং করেছেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। দ্বিতীয় ইনিংসে স্মিথের বদলি হিসেবে ফিল্ডিংও করেছেন তিনি।

স্মিথ জানিয়েছেন, আগামী কয়েকদিন দেখবেন কেমন অনুভব করেন। এরপরই স্মিথ সিদ্ধান্ত নেবেন, সিরিজের তৃতীয় টেস্টে খেলবেন কিনা। তবে বিষয়টি পুরোপুরি মেডিকেল স্টাফদের ওপর ছেড়ে দিয়েছেন সাবেক এই অজি অধিনায়ক।

এ প্রসঙ্গে স্মিথ বলেছেন, ‘দুটি টেস্ট ম্যাচের মাঝে যেকোনো কিছু হতে পারে। আমি আগামী পাঁচ-ছয়দিন দেখব, প্রতিদিন কয়েকবার করে দেখব কী রকম অনুভব করি। আমি আশা করছি পরবর্তী ম্যাচে খেলতে পারবো। তবে এটি মেডিকেল স্টাফদের ওপর নির্ভর করছে এবং আমরা এই বিষয়ে কথা বলব। তবে বিষয়টি নিয়ে শঙ্কা আছে এবং আমি শতভাগ ফিট হতে চাই।’

লর্ডস টেস্টের চতুর্থ দিন ইংলিশ পেসার জফরা আর্চারের ৯২.৪ মাইল বেগে ছুটে যাওয়া বল আঘাত করে স্টিভ স্মিথের ঘাড়ে। এর ফলে মাটিয়ে লুটিয়ে পড়েন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

এরপর মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন স্মিথ। তবে দলের প্রয়োজনে আবারও ব্যাটিং করতে নামেন তিনি। শেষ পর্যন্ত ১৬১ বলে ১৪টি চারে ৯২ রান করে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তিনি।