অ্যাশেজ সিরিজ

ইতিহাসের প্রথম বদলি খেলোয়াড় ল্যাবুশেন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 19:13 রবিবার, 18 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টে ঘারে আঘাত পাওয়ার পর চলমান অ্যাশেজ সিরিজ থেকে স্টিভ স্মিথের নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। স্মিথের জায়গায় দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছেন মার্নাস ল্যাবুশেন। 

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়েও নামবেন ডানহাতি এই ব্যাটিং অলরাউন্ডার। এর মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম বদলি খেলোয়াড় হয়ে গেছেন ল্যাবুশেন।

চলতি অ্যাশেজ সিরিজ থেকে বদলি খেলোয়াড়ের এই নতুন নিয়ম চালু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নিয়ম অনুযায়ী মাথায় বা মাথার আশে পাশে আঘাত পেয়ে কোনো খেলোয়াড় মাঠ ছাড়লে তার বদলি হিসেবে নতুন একজনকে নামানো যাবে। সেই খেলোয়াড় ব্যাটিং-বোলিং দুটিই করতে পারবেন দলের পক্ষে। 

এরই প্রেক্ষিতে টেস্ট ইতিহাসের প্রথম বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নামলেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘গুরুত্বের সাথে স্মিথকে পর্যবেক্ষণে রেখেছিল মেডিকেল স্টাফরা। 

তার ঘুম বেশ ভালো হয়েছে, যদিও ঘুম থেকে উঠে তার হাল্কা মাথা ব্যথা ছিল এবং পুরোপুরি স্বস্তি বোধ করছিল না। এরই প্রেক্ষিতে স্টিভ স্মিথকে চলমান টেস্ট থেকে সরিয়ে নেয়া হয়েছে।’ 

চলমান টেস্টে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের একটি বাউন্সার স্মিথের ঘাড়ের পেছনে আঘাত হানে। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যে কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ডানহাতি এই অজি ব্যাটসম্যান। পরবর্তীতে অবশ্য আবারও ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু ম্যাচ শেষ করতে পারেননি স্মিথ।