বিপিএল

ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার আইন ভঙ্গ করেঃ পাপন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:25 শনিবার, 17 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার আইন ভঙ্গ করে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানিয়েছেন, যারাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে তারাই আইন ভঙ্গ করেছে। ফলে বিসিবি বারবার তাদের বাধা দিয়েছে। বিসিবি বারবাব বিপিএলের আইন পরিবর্তন করে, এমন যে অভিযোগটি এসেছে তা সত্য নয় বলে জানিয়েছেন নাজমুল হাসান।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আইন পরিবর্তন করলাম কখন আমরা? এই কথাটা কেউ বলে না যে যাদের নিয়ে আসছেন তাদের প্রত্যেকে প্রতিবার আইন ভঙ্গ করে, আমরা এতে বাধা দেই। আমরা আইন পরিবর্তন করি না। যতগুলো উদাহরণ এসেছে আপনি একটা একটা করে দেখেন। আমরা কখন আইন পরিবর্তন করলাম? এবারও তারা আইন ভেঙ্গেছে।'

বিপিএলে রিটেনশন পদ্ধতি থাকার পরও ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই বিপিএলের। তাই এই বিষয়ে বাধা দিয়েছে বিসিবি।

আইন পরিবর্তন করা হয়নি বলে দাবি বিসিবি সভাপতির। এর আগেও এভাবে অনেক ফ্র্যাঞ্চাইজি আইন ভঙ্গ করেছে বলে দাবি করেছেন নাজমুল হাসান। বিসিবি বারববার আইন বদলাচ্ছে, মিডিয়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন বক্তব্য ঠিক নয় বলে মনে করেন তিনি।

নাজমুল হাসানের ভাষায়, 'রিটেনশন থাকার পরেও সেই সুযোগ না দিয়ে তারা নিজেরা নিজেরা বদলাচ্ছে। এমনটা হতেই পারে কারণ এটি তো আইনে নেই। আমরা বাঁধা দিয়েছি, পরিবর্তন করিনি তো। এর আগেও যেটি হয়েছে প্রত্যেকটি উদাহরণ। আপনারা যারা আইন ভঙ্গ করছে তাদের দিয়ে এনে বলাচ্ছেন যে বার বার নিয়ম বদল আমরা মানি না, এটা ঠিক না।'