শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডকে পথ দেখাচ্ছেন ওয়েটলিং

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:28 শুক্রবার, 16 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ১৭৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। কিউইদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান। ব্যাট হাতে নিউজিল্যান্ডকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়েটলিং।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি কিউইরা। দলীয় ৮ রানেই তাঁরা হারায় ওপেনার জিৎ রাভালের (৪) উইকেট। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৪ রান।

এরপর ৩ রান করে রস টেলর সাজঘরে ফিরলে ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। একপ্রান্ত আগলে রাখা টম লাথাম আউট হয়েছেন ৪৫ রান করে। হ্যানরি নিকোলসের ব্যাট থেকে এসেছে ২৬ রান।

মিচেল স্যান্টনার (১২) এবং টিম সাউদি (২৬) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। একপ্রান্ত আগলে রাখা ওয়েটলিং নিউজিল্যান্ডকে একাই ব্যাট হাতে পথ দেখাচ্ছেন। উইলিয়াম সমারভিলে ৫ রান করে তাঁর সঙ্গে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৪৯ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ২২৭ নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে তাদের বেশিদূর এগোতে দেননি কিউই বোলাররা। ২৬৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৮ রানের লিড পায় লঙ্কানরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ২৪৯/১০ (৮৩.২ ওভার) (টেলর ৮৬*; হ্যানরি ৪২; ধনঞ্জয়া ৫/৫৭)

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২৬৭/১০ (৯৩.২ ওভার) (মেন্ডিস ৫৩, ম্যাথুস ৫০, ডিকওয়েলা ৬১; প্যাটেল ৫/৮৯) 

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১৯৫/৭ (৭৬ ওভার) ( ওয়েটলিং ৬৩*, লাথাম ৪৫; এম্বুলদেনিয়া ৪/৭১)