আইপিএল

কলকাতার প্রধান কোচ হলেন ম্যাককালাম

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:19 বৃহস্পতিবার, 15 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম। ২০১৫ সাল থেকে কেকেআরের কোচ হিসেবে দায়িত্ব পালন করা জ্যাক ক্যালিসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।  

২০০৮, ২০১০ এবং ২০১২ সালের আইপিএল আসরে কলকাতার হয়ে খেলেছেন ম্যাককালাম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) হয়েও খেলেন তিনি। 

এদিকে কলকাতার কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ম্যাককালাম। তিনি বলেন, 'এই দায়িত্ব পাওয়া আমাদের জন্য অনেক বড় সম্মানের। আইপিএল এবং সিপিএলে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এই ধরণের ক্রিকেটের মান বজায় রেখেছে।'

আইপিএল এবং সিপিএলে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকা ম্যাককালাম আরো বলেন, 'কেকেআর এবং টিকেআরে আমাদের স্কোয়াড দারুণ। আমি আশা করি সাপোর্ট স্টাফ যারা আছে তারা সাফল্য বজায় রাখার জন্য কাজ করবে।' 

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। তবে এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যান তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েও খেলেছেন তিনি এর আগে।

এছাড়াও বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। একই সঙ্গে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এবং সিপিএলে ত্রিনবাগোর হয়ে খেলেন এই কিউই তারকা।