ভারত-ওয়েস্ট ইন্ডিজ

গেইল ঝড় ছাপিয়ে নায়ক বিরাট কোহলি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:42 বৃহস্পতিবার, 15 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করার সুযোগ ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে। কিন্তু সেই আশা গুঁড়ে বালি করে দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া কোহলি শেষ ওয়ানডেতেও তুলে নিয়েছেন আরেকটি অনবদ্য সেঞ্চুরি। তাঁর ৯৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংসেই ক্যারিবিয়ানদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের জয় পায় সফরকারীরা।

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে আয়োজিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এরপর খেলতে নামার কয়েক ওভার পরেই হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় পর বৃষ্টি থামলে খেলা কমিয়ে আনা হয় ৩৫ ওভারে। এরপর ব্যাটিংয়ে নেমে পুরনো রূপে আবির্ভূত হন ওপেনার গেইল। গত দুই ম্যাচে ৪ এবং ১১ রান করা গেইল ৫ ছয় এবং ৮ চারের সাহায্যে খেলেন ৪১ বলে ৭২ রানের একটি ঝড়ো ইনিংস। 

২৯ বলে ৪৩ রান করে গেইলকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার এভিন লুইস। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি ছয় এবং ৫টি চার। এছাড়াও মিডল অর্ডারে নিকোলাস পুরান ১৬ বলে ৩ ছয় এবং এক চারের সাহায্যে ৩০ রান করেন। আর বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ২৫ ও উইকেটরক্ষক শাই হোপ ২৪ রান করেন। ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ৩৫ ওভারে ৭ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের পক্ষে ৬৮ রান খরচায় তিন উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। এছাড়াও ৫০ রানে ২ উইকেট পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি। আর একটি করে উইকেট নিতে পেরেছেন যুবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা। 

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি আইনে ভারতের নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ২৫৫ রান। কঠিন এই লক্ষ্য তাড়া করেও অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি সফরকারীদের। দলীয় ৯২ রানের মাথায় রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং ঋশাভ পান্তের উইকেট তিনটি হারিয়ে ফেললেও অসামান্য ধারাবাহিকতায় দলকে এগিয়ে নিয়ে যান দলপতি কোহলি।

চতুর্থ উইকেটে শ্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে গড়েন ১২০ রানের জুটি। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম সেঞ্চুরিও তুলে নেন তিনি। ২১২ রানের সময় কেমার রোচের বলে আইয়ার (৬৫) আউট হয়ে গেলে এই জুটি ভাঙ্গে। তবে এরপর কেদার জাদবের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কোহলি।

ভারত অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারই। বাঁহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেন ৪০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। আর ৫৩ রানে এক উইকেট নিতে পেরেছেন পেসার কেমার রোচ। পুরো সিরিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কল্যাণে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। 

 সংক্ষিপ্ত স্কোরঃ 

 

ওয়েস্ট ইন্ডিজঃ ২৪০/৭ (৩৫ ওভার) (গেইল-৭২, লুইস-৪৩; খলিল-৩/৬৮, শামি-২/৫০)  

ভারতঃ ২৫৬/৪ (৩২.৩ ওভার) (কোহলি-১১৪, আইয়ার-৬৫; অ্যালেন-২/৪০, রোচ-১/৫৩)