অ্যাশেজ ২০১৯

বৃষ্টিতে অপেক্ষা বাড়লো আর্চারের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:21 বৃহস্পতিবার, 15 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্ট শুরু আগে ইংল্যান্ডের ড্রেসিং রুমের সামনে পেসার জফরা আর্চারকে টেস্ট ক্যাপ তুলে দিলেন ক্রিস জর্ডান। দুজনের জন্ম বারবাডোজে হলেও আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন ইংল্যান্ডের হয়ে। ফলে জর্ডানকেই সবচেয়ে যোগ্য মনে করা হয়েছে টেস্ট ক্যাপ তুলে দেয়ার জন্য।

মর্যাদার টেস্ট ক্যাপ পেলেও আনুষ্ঠানিকভাবে আর্চারের অভিষেক হলো না বৃষ্টির কারণে। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অজিদের মাঠে নামার কথা থাকলেও ঝড়ো বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি দুই দলের। ভারী বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে লর্ডসে টসই গড়াতে পারেনি।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন স্থানীয় সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচদিনের ম্যাচটি চারদিনে নেমে আসলেও, ম্যাচের ফলাফল নিয়ে দুই দলই আশাবাদী। সিরিজে ইতোমধ্যে পিছিয়ে পড়া ইংল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঘুরে দাঁড়ানোর মিশনে আপাতত একটি দিন হারালো স্বাগতিকরা। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ২৫১ রানের ব্যবধানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। লর্ডস টেস্টের বাকি দিনগুলোতে খেলা একটু আগেভাগে শুরু করে সময় কাভারের চেষ্টা চলবে।

কিন্তু ইংলিশ আবহাওয়া বার্তা অনুযায়ী চলতি টেস্টে আরও কয়েকবার বৃষ্টির কবলে পড়তে হতে পারে টিম পেইন-জো রুটদের! সিরিজের প্রথম টেস্টে জয়ের পর থেকেই ফুরফুরে মেজাজে রয়েছে অজিরা।

ফলে চাপটা তাদের উপর কমই। বৃষ্টির পর খেলা যতটুকুই হোক, আত্মবিশ্বাসের তো ঘাটতি থাকবে না দলটির। প্রথম টেস্টে অনেকটা পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয়, অজিদের যেমন নির্ভার রাখছে, তেমনি আত্মবিশ্বাসও বাড়িয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই কয়েকদফা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়। আম্পায়াররা মাঠে বেশ কয়েকবার পর্যবেক্ষণে এলেও কোনো সুখবর দিতে পারেননি। শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।