এমসিসি

এমসিসির বিশেষ সম্মাননা পেলেন ডি ভিলিয়ার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:04 বুধবার, 14 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
 
ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এমসিসির মালিকানাধীন স্টেডিয়াম। তাছাড়া ইংলিশ কাউন্টি দল সাসেক্সও হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে মাঠটিকে। এই দলটির হয়ে পাঁচ ম্যাচ খেলেই বিরল সম্মাননা পেলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। 

মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচে এসেক্সের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৮৮ রান ইনিংস খেলেছিলেন ভিলিয়ার্স। দলটির হয়ে খেলা শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন ভিলিয়ার্স।

এমসিসির সম্মাননা পেয়ে একটি ভিডিও বার্তায় ভিলিয়ার্স জানিয়েছেন, লর্ডসের সদস্য হতে পারা দারুণ সম্মানের। এটাকের নিজের ক্যারিয়ারের দারুণ একটি স্বীকৃতি হিসেবেও মূল্যায়ন করছেন তিনি।

এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘লর্ডসই বিশ্বের সেরা মাঠ। সবাই জানে যে লর্ডসের সদস্য হতে পারা কত বড় সম্মানের। এছাড়া এটা মাঠ ও মাঠের বাইরে আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্যও একপ্রকার স্বীকৃতি। এ জায়গায় বারবার আসা সত্যিই আনন্দদায়ক। এখন সদস্য হয়ে যাওয়ায় ফিরে ফিরে আসার কারণও তৈরি হয়ে গেল।’

ভিলিয়ার্স তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৪টি টেস্ট খেলে ৫০.৬৬ গড়ে ও ২২টি সেঞ্চুরিসহ ৮ হাজার ৭৬৫ রান করেছেন। ২২৮টি ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ও ২৫টি সেঞ্চুরিতে তাঁর রান সংখ্যা ৯ হাজার ৫৭৭।