অ্যাশেজ সিরিজ

লর্ডসে খেলা হচ্ছে না প্যাটিনসনের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:21 মঙ্গলবার, 13 আগস্ট, 2019

 

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে স্বাগতিকদের পাত্তাই দেয়নি অজিরা। ২৫২ রানের বিশাল ব্যবধানে জিতে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে টিম পেইনের দল।

সিরিজে এগিয়ে থাকলেও লর্ডস টেস্টের দলে পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একাদশে সর্বোচ্চ একটি পরিবর্তন নিশ্চিত। বুধবারের ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

বিশ্রাম দেওয়া হয়েছে জেমস প্যাটিনসনকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই পেসার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। এজবাস্টনে প্রথম ইনিংসে জেসন রয় ও জো ডেনলিকে ফিরিয়ে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন প্যাটিনসন।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করেছেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে ৭৮ রানের অপরাজিত জুটিও গড়েন তিনি। ৪৭ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

প্যাটিনসঙ্কে বিশ্রাম দেয়ার মূল কারণ সিরিজের তৃতীয় টেস্টে তাঁকে চাইছে অস্ট্রেলিয়া। তাঁর জায়গায় স্কোয়াডে দুজনকে রাখলেও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে স্টার্কের চেয়ে হ্যাজেলউডই এগিয়ে। 

২০১৫ সালের অ্যাশেজে এই লর্ডসে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে ৪০৫ রানের জয়ে বড় অবদান রাখেন এই ডানহাতি পেসার। ১৪ তারিখ লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। 

অস্ট্রেলিয়া দল (লর্ডস টেস্টের): টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লায়ন ও জোশ হ্যাজেলউড।