ওয়েস্ট ইন্ডিজ- ভারত সিরিজ

সিরিজ জয়ের মিশন ভারতের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:42 মঙ্গলবার, 13 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে ভারত। বুধবার (১৪ আগস্ট) পোর্ট অফ স্পেইনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে ডার্ক-ওয়াথ লুইস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের ৫৯ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই ভারতের জন্য সিরিজ জয়ের মিশন। একইভাবে এই ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করতে পারবে জেসন হোল্ডারের দল। 

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 

এরপর ব্যাটিং করতে নেমে মাত্র ১৩ ওভার খেলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর দীর্ঘ সময় ভারী বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হন দায়িত্বরত আম্পায়াররা। ফলে ১ উইকেটে ৫৪ রান নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। 

কোহলির সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে সাত উইকেটে ২৭৯ রান। এরপর বৃষ্টি আইনে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য থাকে ৪৬ ওভারে ২৭০ রানের। কিন্তু ২১০ রান করে অলআউট হয় হোল্ডারবাহিনী 

এর আগে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটে জিতেছে বিরাট কোহলির দল।

এরপর দ্বিতীয় ম্যাচে ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ২২ রানে জিতেছে ভারত। তৃতীয় ম্যাচে সাত উইকেটে জয় পায় তারা। 

ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াশ আইয়ার, কেদার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, খলিল আহমেদ ও মোহাম্মদ সামি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমিয়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোস্টন চেজ, জেসন হোল্ডার (অধিনায়ক), ওশান থমাস, কার্লোস ব্র্যথওয়েট, কেমার রোচ ও শেলডন কটরেল।