ভারত-ওয়েস্ট ইন্ডিজ

গেইলের রেকর্ডের ম্যাচে জয়ী কোহলিরা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 09:36 সোমবার, 12 আগস্ট, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে নিজেকে আরো একবার চিনিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে খেলেছেন ১২৫ বলে ১২০ রানের অনবদ্য একটি ইনিংস। এরই সঙ্গে পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়েও গেছেন তিনি। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬৪ ম্যাচে এক হাজার ৯৩০ রান সংগ্রহ করেন মিয়াঁদাদ। যেখানে রবিবারের ম্যাচে মাঠে নামার আগে ৩৩ ম্যাচে কোহলির সংগ্রহ ছিল এক হাজার ৯১২ রান করেছেন। অর্থাৎ ম্যাচটিতে মাত্র ১৯ রান করতে পারলেই মিয়াঁদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তেন কোহলি। এমন সমীকরনের সামনে থেকেই সেঞ্চুরি তুলে নেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। 

আর অধিনায়ক কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। এরপর খেলতে নেমে দলীয় ১০১ রানের মাথায় শিখর ধাওয়ান, রোহিত শর্মা এবং ঋশাভ পান্তের উইকেট তিনটি হারানোর পর চতুর্থ উইকেটে শ্রেয়াশ আইয়ারের সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন কোহলি।

এই জুটি গড়ার পথে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরির দেখা পান তিনি। কোহলিকে দারুণ সঙ্গ দিয়েছেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আইয়ার। ৬৮ বলে ৭১ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। এছাড়াও উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্ত ২০ রান করেন।

নির্ধারিত ৫০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৫৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে সবথেকে সফল বোলার ছিলেন কার্লোস ব্রাথওয়েট। আর একটি করে উইকেট পান শেল্ডন কটরেল, জেসন হোল্ডার এবং রস্টন চেজ। 

ভারতের দেয়া ২৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫২ রান তুলতেই দুই উইকেট হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে আবার শুরু হয় বৃষ্টির উৎপাত। পরবর্তীতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলে ৪ ওভার কমিয়ে আনা হয় ক্যারিবিয়ানদের। একই সঙ্গে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৭০ রানের। 

নতুন এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি ক্যারিবিয়ানরা। ভারতের দারুণ বোলিংয়ের সামনে ৪২ ওভারে ২১০ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে ওপেনার এভিন লুইস এবং মিডল অর্ডার ব্যাটসম্যান নিকোলাস পুরান ছাড়া তেমন রানের দেখা পাননি কেউই। লুইস ৮০ বলে ৬৫ রান করেন। আর ৫২ বলে ৪২ রানের ইনিংস খেলেন পুরান। 

অবশ্য ব্যাটিং ব্যর্থতার শিকার হলেও অনন্য দুটি রেকর্ডে এদিন নাম লেখান ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। ম্যাচটিতে ১১ রান করে আউট হওয়া গেইল প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার নজীর রাখেন। একই সঙ্গে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তী ব্রায়ান লারার ২৯৯ ম্যাচ খেলার রেকর্ড। 

শুধু তাই নয়, দেশের হয়ে ওয়ানডেতে শীর্ষ রান সংগ্রাহকও এখন গেইল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শীর্ষে ওঠার জন্য মাত্র ৭ রান প্রয়োজন ছিল তাঁর। ১১ রান করে লারাকে টপকে সবার ওপরে উঠে আসেন এই তারকা ব্যাটসম্যান। বর্তমানে ৩০০ ম্যাচে ১০ হাজার ৩৫৩ রান সংগ্রহ করেছেন গেইল। দ্বিতীয়তে নেমে যাওয়া লারা ২৯৯ ওয়ানডেতে ১০ হাজার ৩৪৮ রান সংগ্রহ করেন। 

ম্যাচটিতে ভারতের হয়ে সবথেকে সফল বোলার ছিলেন ভুবনেশ্বর কুমার। ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার ৮ ওভারে মাত্র ৩১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদবও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন। ৩৯ রানে ২টি উইকেট পান শামি। আর কুলদীপ ২ উইকেট পেতে গুনেছেন ৫৯ রান। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ আগস্ট। 

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত-২৭৯/৭ (৫০ ওভার) (কোহলি-১২০, আইয়ার-৭১; ব্রাথওয়েট-৩/৫৩, চেজ-১/৩৭) 

ওয়েস্ট ইন্ডিজঃ ২১০/১০ (৪২ ওভার) (লুইস-৬৫, পুরান-৪২; ভুবনেশ্বর-৪/৩১ শামি-২/৩৯)