পূর্বাচল স্টেডিয়াম

পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বিসিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 17:15 শনিবার, 10 আগস্ট, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ইতোমধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সর্বোচ্চ এই ক্রীড়া সংস্থার পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন এই স্টেডিয়ামটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন তাঁরা।

স্টেডিয়াম তৈরির পর আগামী ১৫-২০ বছর যেন আর কোনো নতুনত্বের প্রয়োজন না হয় সেভাবেই পরিকল্পনা করছেন তাঁরা। এর মধ্যে রয়েছে থেরাপি সুবিধা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা।

এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, 'আমরা অন্যান্য সুযোগ সুবিধা যেমন ফিজিও থেরাপি ফ্যাসিলিটি, পানি নিষ্কাশন ফ্যাসিলিটি। তো এটা যখন আমরা করব আমরা এমনভাবে করব যেন আগামী ১৫-২০ বছর আমাদের নতুনত্বের কিছু দরকার না হয়।'

পূর্বাচল স্টেডিয়ামের মূল মাঠের সঙ্গে একটি পূর্ণাঙ্গ একাডেমী মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বিসিবির। অনেক সময়ই অনুশীলন উইকেটের ইনজুরিতে পড়েন ক্রিকেটাররা। এই কথা ভেবেই একাডেমীতে মাঠ তৈরি করতে চান তাঁরা।

বিসিবির এই পরিচালক বলেছেন, 'অনুশীলন উইকেটে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে যদি সেটা প্লেইং এরিয়ার মধ্যে থাকে। তাই আমাদের এই স্টেডিয়ামে একটা পুর্ণাঙ্গ একাডেমী মাঠ থাকবে। তাই দুটো পরিপূর্ণ মাঠ থাকছে। দুই মাঠ মিলিয়ে অনুশীলন করার জন্য পর্যাপ্ত উইকেট থাকছে।'