অনূর্ধ্ব ১৯

ইংল্যান্ডের বিপক্ষে আকবরদের হ্যাটট্রিক জয়ের মিশন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:02 বুধবার, 31 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার (পহেলা আগস্ট) ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের বিলারিসেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই অবশ্য জয়ের দেখা পেয়েছে যুবারা। একটি ম্যাচে তৌহিদরা জিতেছে সাত উইকেটে, অপরটি ছয় উইকেটে। এটি তাই আকবরদের হ্যাটট্রিক জয়ের মিশন।

সবমিলিয়ে পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছে আকবর আলীর দল। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে দুই উইকেটে হারিয়েছে যুবারা।

এই ম্যাচে মাঠে নামার আগে তাই বেশ আত্মবিশ্বাসী থাকবে তৌহিদ-আকবররা। চলতি এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 

এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরেকটি ম্যাচ ৩৫ রানে হেরেছে আকবর আলীর দল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচের পর আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একটি ইংল্যান্ডের বিপক্ষে, অপরটি ভারতের বিপক্ষে। 

ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ এবং ৭ আগস্ট। এরপর ১১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল। বর্তমানে বাংলাদেশের যে অবস্থান তাতে নিশ্চিতভাবেই ফাইনাল খেলার কথা আকবরদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ- অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।