এ দলের সিরিজ

ইমরুল-আফিফদের বাঁচিয়ে দিল বৃষ্টি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:52 শনিবার, 27 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সাভারের বিকেএসপিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ 'এ' এবং আফগানিস্তান 'এ' দলের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচটিতে অবশ্য হারের পথেই যাচ্ছিলো ইমরুল কায়েসের দল। যদিও বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে 'এ' দলকে।

আগের তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইমরুলরা। এই ম্যাচে হারলে তাই সিরিজ হারতে হতো তাদের। ২৯ জুলাই সিরিজের শেষ অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সেই ম্যাচে জিতলে ২-২ ব্যবধানে সিরিজ সমতায় ফিরতে পারবে 'এ' দল। আর হারলে সিরিজ খোয়াতে হবে তাদের। 

আফগান বোলার নভিনুল হক মুরাদের অসাধারণ বোলিংয়ে এদিন টস হেরে আগে ব্যাট করে ৪০ ওভারে মাত্র ১৭৬ রানের মধ্যেই অলআউট হয়েছে কায়েসবাহিনী।

জবাবে ৮.২ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করে আফগানিস্তান। এরপর বৃষ্টি শুরু হলে আর একটি বলও মাঠে গড়ায়নি।

আগে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানের মধ্যেই তিন উইকেট হারায় 'এ' দল। এরপর তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েছেন ইমরুল।

৬৩ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফিরে যান ইমরুল। এরপর দলীয় ১৩৪ রানে আফিফের উইকেট গেলে আবারও বিপদে পড়ে 'এ' দল। এদিন আফিফের ব্যাটে এসেছে ৬৪ বলে ৪৫ রানের ধৈর্যশীল ইনিংস।

এরপর কিছু সময়ের ব্যবধানে ফিরে যান জাকের আলি অনিক (৩৩ বলে ২৩) এবং মেহেদী হাসান (২৬ বলে ১৭)। শেষ পর্যন্ত মাত্র ৪০ ওভারে ১৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ 'এ' দল। মুরাদ নিয়েছেন পাঁচটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ-
বাংলাদেশ 'এ' দলঃ- ১৭৬/১০ (৪০ ওভার)
(আফিফ ৪৫, ইমরুল ৩৩; মুরাদ ৫/৪০) 
আফগানিস্তান 'এ' দলঃ- ৫৭/০ (৮.২ ওভার)
(গুরবাজ ২১*, ইব্রাহিম ৩০*)