অ্যাশেজ সিরিজ

স্বপ্ন পূরণের অপেক্ষায় কারান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:47 বৃহস্পতিবার, 18 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কিছুদিন আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট বলেছিলেন বিশ্বকাপের চাইতেও অ্যাশেজ সিরিজ বড়। এবার তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান জানিয়েছেন যেকোনো ইংলিশ ক্রিকেটারের জন্যই অ্যাশেজে খেলা স্বপ্নের মতো।  

বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও সামনের অ্যাশেজ সিরিজে নিশ্চিতভাবেই খেলতে যাচ্ছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। 

স্বপ্ন পূরণ হওয়া নিয়ে বলেছেন, 'ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে অ্যাশেজ খেলতে পারাটা সবচেয়ে বড়। এটা স্বপ্নের মতো। এটা আমার কাছে সবসময় মনে হয়েছে। ওভালে সেপ্টেম্বর মাসে আশা করি আমরাই ট্রফি জিতব।'

সম্প্রতি বিশ্বকাপ জেতায় স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে আছেন ইংলিশ ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য ফাইনাল ম্যাচটি জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন তাঁরা।

আগস্টের শুরুতেই শুরু হওয়া অ্যাশেজ সিরিজে তাই বাড়তি অনুপ্রেরণা পাবে জো রুটের দল। ফাইনাল ম্যাচটি অন্য সবার মতো কারানের চোখেও অবিশ্বাস্য।

'বিশ্বকাপ ফাইনাল অবিশ্বাস্য ছিল। কথাটি আমি একা নই, বরঞ্চ সকলেই বলবে। ম্যাচটি সেরা ম্যাচগুলোর চাইতেও সেরা। ইংল্যান্ড যখন অ্যাশেজ সিরিজ খেলবে তখন এটা তাঁদের বাড়তি উৎসাহ দিবে।' বলেছেন কারান।