শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ

সাকিবের অভাব দলের ভারসাম্যে প্রভাব ফেলবেঃ সুজন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:15 বুধবার, 17 জুলাই, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। পবিত্র হজ পালনের করতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না তিনি।

বাংলাদেশ দলের অপরহার্য এই ক্রিকেটার শ্রীলঙ্কা সিরিজে না থাকায় দলের ভারসাম্যে এর প্রভাব পড়বে বলে মনে করছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তাঁর জায়গা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

সুজন বলেন, 'অবশ্যই। সাকিবের জায়গা তো পূরণীয় নয়। সাকিব তো সাকিবই। বিশ্বের সেরা অলরাউন্ডার। ওকে না পাওয়া স্বাভাবিকভাবে আমাদের দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটবে।'

অলরাউন্ডার সাকিব আল হাসান দলে না থাকলে তাঁর জায়গায় দুজনকে দিয়ে পূরণ করতে হয় সব সময়। কারণ এখন পর্যন্ত তাঁর পর্যায়ের কোনো অলরাউন্ডার খুঁজে বের করতে পারেনি বিসিবি।

সাকিব দলে না থাকায় তাঁর জায়গায় ওয়ানডে দলে বাঁহাতি স্পিনারের ঘাটতি পূরণ করতে সুযোগ দেয়া হয়েছে তাইজুল ইসলামকে। যিনি তিন বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ২৬ই জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে লড়বে দুই দল। এরপর ২৮ এবং ৩১ তারিখ একই মাঠে অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডেও।