ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না ধোনি!

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 15:22 বুধবার, 17 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের পর থেকেই অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অবসর নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে এখনই তিনি অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সাথে আলাপকালে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এখনই অবসর না নিলেও সামনের দিনগুলোতে উইকেটের পেছনে তাকে আর নাও দেখা যেতে পারে, খেলার সম্ভাবনা কম প্রথম একাদশেও। এখন তাঁর মূল কাজ হবে আরেক উইকেটরক্ষক ঋষভ পান্তকে দলের জন্য উপযুক্ত করে তোলা।

‘ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না। শুধু তাই না, ভবিষ্যতে ঘরে ও বিদেশের মাটিতে সিরিজে তিনি এক নম্বর উইকেটকিপারও থাকবেন না। তার জায়গা নেবেন ঋষভ পান্ত, এই সময়টায় তাকে মাঠের বাইরে সাহায্য করবেন ধোনি।'

ধোনি আসন্ন সিরিজগুলোতে ভারতের স্কোয়াডে থাকলেও একাদশে তাঁর থাকা অনেকটাই অনিশ্চিত বলে জানিয়েছে বিসিসিআইয়ের সূত্র। তাঁরাও চাইছেন না ধোনি এই সময়ে অবসর নেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই পান্ত ভারতের দলে থিতু হয়ে যাবেন বলেই বিশ্বাস বিসিসিআইয়ের এই কর্মকর্তার।

'১৫ জনের স্কোয়াডে থাকলেও ধোনি একাদশে থাকবেন না। দলে এখনো ধোনির প্রয়োজনীয়তা আছে। তিনি অবসরে যাক এটা দলের জন্য ভালো হবে না। এই অক্টোবরে পান্টের বয়স ২২ হবে। এরই মাঝে সে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে, এখনো অনেক কিছু প্রমাণের বাকি আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বয়স হবে ২৩। এই এক বছরের মাঝেই হয়তো সে দলে থিতু হয়ে যাবে।'

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ধোনির সময়টা একেবারেই ভালো যায়নি। ৯ ম্যাচ ৪৫.৫০ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৩ রান। মাঝারি মানের রান সংগ্রহ করলেও বিশ্বকাপে তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার জন্ম দেয়। আর সেই কারণেই বিশ্বকাপ শেষে তাঁর অবসরের গুঞ্জন তৈরি হয়েছে।