অ্যাশেজ ২০১৯

ক্রিকেটে আসছে বদলি খেলোয়াড়

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:30 বুধবার, 17 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

ক্রিকেটে আসছে বদলি খেলোয়াড়। চলতি বছরের অ্যাশেজে থেকেই এই নতুন একটি নিয়ম চালু করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  

মাথায় আঘাত পেয়ে কোনো খেলোয়াড় মাঠ ছাড়লে, তাঁর বদলি হিসেবে নতুন একজনকে নামানো যাবে। সেই খেলোয়াড় ব্যাটিং-বোলিং দুটিই করতে পারবেন দলের পক্ষে। 

বুধবার আইসিসির বার্ষিক বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সব ঠিক থাকলে আগামী মাসের পহেলা আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ দিয়েই যাত্রা হতে পারে এই নিয়মের।

দুই বছর আগে আইসিসির বোর্ড সভায় এই নিয়মের প্রস্তাবনা দেয়া হয়েছিল। ফলে পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য এটা চালু করতে চেয়েছিল ক্রিকেট কমিটি। 

এছাড়া অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেট বেশ আগেই চালু করা হয়েছিল বদলি খেলোয়াড়ের নিয়ম। যা বেশ ভালো সাফল্য পেয়েছিল বলেই এই নিয়মের প্রস্তাব দেয়া হয়।

২০১৬-১৭ মৌসুমের বিগ ব্যাশ লিগেও ক্রিকেট অস্ট্রেলিয়া বদলি খেলোয়াড়ের নিয়ম চালু করেছিল। এর দুই বছর পর এবার আইসিসির অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়া।