ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে

ভারতে ফের তাইজুল ঘূর্ণি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:59 মঙ্গলবার, 16 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে চারদিনের দ্বিতীয় ম্যাচে কিছুটা ব্যাকফুটে আছে বিসিবি একাদশ। মুমিনুল হকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩০০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ড. ডি ওয়াই পাটিল ক্রিকেট অ্যাকাডেমি। বিসিবির হয়ে তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট।

সোমবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ড. ডি ওয়াই পাটিল ক্রিকেট অ্যাকাডেমি। শুরুতেই ওপেনার মনন ভোহরার উইকেট তুল নেয় বিসিবি একাদশ। শহীদুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার হার্দিক তামোরে এবং অশয় সরদেশি। ৩৮ রানের জুটি গড়ার পর তাইজুল ইসলামের প্রথম শিকার হয়ে ফেরেন হার্দিক। তাঁর ব্যাট থেকে আসে ২০ রান। হার্দিক ফিরলেও অধিনায়ক নওশাদ শেখকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অশয়।

দলীয় ৯৮ রানে নওশাদ ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন অশয়। আরেক ব্যাটসম্যান শুভাম রাঞ্জানে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেও সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন অশয়। নাঈম ইসলাম এবং তাইজুল ইসলামের ঘূর্ণিতে সরফরাজ খান এবং সইরজ পাটিল ফিরলেও সেঞ্চুরি তুলে নেন অশয়।

শেষ বিকেলে পেসার তাসকিন আহমেদ জোড়া আঘাত হানলেও আমান খান ৪৩ রান করে ভালোই সঙ্গ দেন সেঞ্চুরিয়ান অশয়কে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাটিল ক্রিকেট অ্যাকাডেমি।

ভারতের মাটিতে বল হাতে দারুণ ফর্মে আছেন তাইজুল। প্রথম ম্যাচে ৮ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচের প্রথম দিনই ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। 
 
সংক্ষিপ্ত স্কোরঃ 

ড. ডি ওয়াই পাটিল ক্রিকেট অ্যাকাডেমিঃ ৩০০/৮ (৯০ ওভার) 

(অশয় সরদেশি ১১২*) (তাইজুল ইসলাম ৪/১৩৫)