বিশ্বকাপ

রিজার্ভ ডে‘র আগের রাতে ঘুম হয়নি টেলরের!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:55 বৃহস্পতিবার, 11 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি রিজার্ভ ডে'তে গড়ায়। ৪৬.১ ওভার থেকে নতুন দিন শুরু করেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। ম্যাচ পরের দিন গড়ানোর কারণে আগের রাতে ঘুমাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন টেলর নিজেই। ম্যানচেষ্টারে মঙ্গলবার ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান তোলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির বাঁধায় আর একটি বলও মাঠে গড়াতে পারেনি।

৬৭ রানে অপরাজিত ছিলেন টেলর। বাকি ২৩ বলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিতেই চিন্তিত ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।  

'আমি রাত তিনটায় উঠে গিয়েছি। তখনও আমার চিন্তা হচ্ছিল যে শেষ ২৩ টি বল আমি কিভাবে খেলব। পাঁচটায় আমি আমার বউকে বার্তা পাঠাই, 'ঘুম আসছে না লিখে।' আমার বউ অবাক হয়!

আমার বাসা থেকে অনেক বার্তা আসতে থাকে ফোনে। তাই আমি ফোনও বন্ধ করে দেই। যদি জিগ্যেস করেন ঘুম কেমন হয়েছে। তাহলে বলব, ঘুমাতেই পারিনি।' বলেছেন টেলর।

বুধবার দিন শেষ পর্যন্ত ২৩৯ রানে থেমেছে নিউজিল্যান্ড। শক্তিশালী ভারতকে তাঁরা হারিয়েছে ১৮ রানে। দলের সবাই ২৫০ রান আশা করলেও টেলরের লক্ষ্য ছিল অন্তত ২৪০ রান এনে দেওয়া।

অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরও বলেন, 'সবাই ২৫০ রান করতে বলেছিল। কিন্তু আমি ভাবছিলাম ২৪০ রানের কথা। কেন এবং আমি আগের রাতে আলোচনা করেছিলাম এটা নিয়ে। এখন আমি ঘুমাতে যেতে পারি।'