বিশ্বকাপ

ইচ্ছেপুরণই বিপদে ফেলবে বাংলাদেশকে!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:33 রবিবার, 30 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

লম্বা সময় ধরে ঘরের মাটিতে ব্যবহৃত উইকেটে খেলে আসছে বাংলাদেশ। তাই বিশ্বকাপেও ভারতের বিপক্ষে ব্যবহৃত উইকেটের প্রত্যাশা করছে বাংলাদেশ। যদিও বার্মিংহামে ভারতের বিপক্ষে ব্যবহৃত উইকেট চাওয়াটা হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের জন্য।


সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ব্যবহৃত উইকেট দেখে খুশি হয়েছিলেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। কারণ ব্যবহৃত উইকেটে দীর্ঘ সময় খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের বোলারদের।

'যে উইকেটে আমরা খেলব সেটা কিছুটা মন্থর, এখানে টার্ন আছে। এটা আমাদের বোলারদের কাজে লাগবে।' আফগানদের বিপক্ষে নামার আগে বলেছেন রোডস। ব্যবহৃত উইকেট কাজেও দিয়েছে বাংলাদেশকে। চেনা উইকেটে বলে-কয়েই আফগানদের হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। 

বার্মিংহামেও ব্যবহৃত উইকেট পেতে যাচ্ছে বাংলাদেশ। এই উইকেটে শেষ ম্যাচ খেলেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে একজন রিস্ট স্পিনারের অভাবে হেরেছিল নিউজিল্যান্ড- এমনই দাবি করেছিলেন কিউই স্পিনার মিচেল সান্টনার। 

‘অবশ্যই উইকেটে কিছুটা টার্ন ছিল। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি টার্ন ছিল অবশ্যই। টসের সময় আমরা ভেবেছিলাম একজন স্পিনার নিয়েই কাজ হয়ে যাবে। ইশ সোধি থাকলে ফল অন্যরকম হতে পারতো।’ ম্যাচের পর লেগ স্পিনার ইশ সোধিকে নিয়ে এভাবেই মন্তব্য করেন সান্টনার।

বিশ্বকাপে অংশ নেয়া প্রায় দলেই মানসম্পন্ন লেগ স্পিনার থাকলেও বাংলাদেশের নেই। উল্টো লেগ স্পিনারের বিপক্ষে খেলার দুর্বলতা আছে বাংলাদেশের মিডল অর্ডারে। অপরদিকে এমন উইকেটে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে থাকে ভারত।

কার্ডিফে বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে ব্যবহৃত উইকেটে ভারতের চায়নাম্যান বোলার কুলদিপ যাদব এবং লেগ স্পিনার যুবেন্দ্র চাহালের বিপক্ষে ভুগেছেন লিটন দাস-মুশফিকুর রহিমরা। যাদব-চাহাল দুইজনই পেয়েছেন তিনটি করে উইকেট।

এসব কারণেই বার্মিংহামে ব্যবহৃত উইকেট পেলে কঠিন পরীক্ষার সামনে পড়তে হতে পারে বাংলাদেশকে।