বিশ্বকাপ ২০১৯

কার্ডিফ ফিরুক নটিংহ্যামে

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 00:17 বৃহস্পতিবার, 20 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ২০টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ থেকে ১৪ বছর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে প্রথমবারের মতো ওয়ানডেতে অজিদের হারিয়েছিল তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশারের দল। 

আবারও সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও শক্তিমত্তার দিক থেকে পূর্বের বাংলাদেশের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে বর্তমান এই দলটির। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বলার মতো উন্নতি করেছে টাইগাররা। 

এবারের বিশ্বকাপেও দারুণ দাপট দেখাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে তিনশোর্ধ্ব রান তাড়া করে জয় ছিনিয়ে এনেছে মাশরাফি বিন মুর্তজার দল। সেদিক থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে পা মাটিতেই রাখছেন বাংলাদেশ দলপতি মাশরাফি। আগের ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিলেও সাফল্যের জোয়ারে ভাসতে নারাজ তিনি।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, 'দুটি ভিন্ন দল। যেটি আগেও বলেছি যে এই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার পর এতো সময় থাকে না যে আমরা জিতেছি না হেরেছি সেটি নিয়ে চিন্তা করার। কারণ প্রত্যেক ম্যাচের পরিস্থিতি ভিন্ন, প্রতিপক্ষের বোলিং অ্যাটাক এবং ব্যাটিং ভিন্ন। ভিন্ন মাঠে খেলা হচ্ছে, সুতরাং আমার কাছে মনে হয় প্রত্যেকটি ম্যাচকে আলাদাভাবে নিয়ে আমাদের খেলতে হচ্ছে।'

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সুতরাং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেতে হলে যে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে খেলতে হবে বাংলাদেশকে, তা বলাই বাহুল্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। যেখানে বাংলাদেশ ২ জয় নিয়ে আছে পঞ্চম স্থানে।

এখন পর্যন্ত দুটি শতক এবং দুটি অর্ধশতক হাঁকানো সাকিব সেরা রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রান পূর্ণ করেছেন তিনি। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ওপেনার তামিম ইকবালও। সর্বশেষ ম্যাচে ৪৮ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তবে সাকিবকে নিয়েই বেশি ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির কণ্ঠেই সেই আভাস পাওয়া গিয়েছে।

তিনি বলেছেন, 'অবশ্যই বাংলাদেশ এই মুহূর্তে অনেক ভালো ক্রিকেট খেলছে এবং সাকিব তাদের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই সাকিবকে নিয়ে পড়াশোনা করতে হয়েছে, একই সঙ্গে টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানদের নিয়েও। আমরা স্পিন আক্রমণে ভীত নই। অবশ্যই আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। আমরা জানি সাকিব বড় হুমকি। এই মুহূর্তে সে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের একাদশে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশের। আগের ম্যাচে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলা লিটন কুমার দাসের ওপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। ফলে এদিনও সাইড বেঞ্চে থাকতে হবে মোহাম্মদ মিঠুনকে।

অস্ট্রেলিয়া অবশ্য নামতে পারে একাধিক পরিবর্তন নিয়ে। একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সেক্ষেত্রে শন মার্শকে বসতে হবে। অপরদিকে পেসার কেন রিচার্ডসনের বদলি হিসেবে স্পিনার নাথান লায়ন খেলতে পারেন এই ম্যাচে। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা নাথান কল্টার নাইলের অন্তর্ভুক্তি ঘটতে পারে নটিংহ্যামে।  

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান। 

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য)- 

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ/মার্কাস স্টয়নিস, গ্ল্যান ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন/ নাথান লায়ন।