বিশ্বকাপ ২০১৯

অজিদের বোলিং বৈচিত্র্য ভাবাচ্ছে বাংলাদেশকে

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:38 বুধবার, 19 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বোলিং আক্রমণে দারুণ বৈচিত্র্য আছে অস্ট্রেলিয়ার। ফাস্ট বোলিং, অফ স্পিন বা রিষ্ট স্পিন সবকিছুতেই সমৃদ্ধ অ্যারন ফিঞ্চের দল। বর্তমান চ্যাম্পিয়নের বোলিং আক্রমণের বৈচিত্র্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মিচেল স্টার্কের বলের ওপর নিয়ন্ত্রণ, প্যাট কামিন্সের গতিময় ইয়র্কার, নাথান লায়নের অফ স্পিন এবং অ্যাডাম জাম্পার কার্যকরী লেগ স্পিনের রসায়ন নিয়ে ভাবছেন মাশরাফি। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমি মনে করি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে অনেক বৈচিত্র্য আছে। তাদের প্যাট কামিন্স আছে, যে কিনা পেস এবং ইয়র্কার দিতে পারে। তাদের ভালো রিস্ট স্পিনার আছে। নাথান লায়ন আছে। অন্য ম্যাচগুলোর মতো সহজ হবে না এটি।

তবে আত্মবিশ্বাস এখানে মূল বিষয়, যেটি এই মুহূর্তে আমাদের আছে। আমরা যদি সেই আত্মবিশ্বাসটি মাঠে নিয়ে যেতে পারি এবং সেরাটা দিতে পারি, উইকেট ভালো মতো মূল্যায়ন করতে পারি তাহলে কে জানে ফল আমাদের পক্ষেই আসবে।' 

বিশ্বকাপ হওয়ায় অস্ট্রেলিয়াকে আরও বেশি সমীহ করছে বাংলাদেশ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপ এলেই আরও বেশি জ্বলে ওঠে।

'এই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী এবং আমি আবারও বলবো যে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সর্বদা ভিন্ন একটি দল। তারা বিশ্বকাপে সবসময় সেরাটা দিয়ে খেলে। সুতরাং এটি সহজ হবে না।'