বিশ্বকাপ ২০১৯

আগের ম্যাচ নিয়ে ভাবার সময় নেইঃ মাশরাফি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:36 বুধবার, 19 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইন্ডিজের ম্যাচটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পেছনের ম্যাচ নিয়ে চিন্তার সুযোগ নেই বলে মনে করেন তিনি।  

বিশ্বকাপের মতো আসরে পেছনের ম্যাচ নিয়ে চিন্তা করার সময় থাওক না। একটি ম্যাচ শেষ হতে না হতেই আরেকটি ম্যাচের প্রস্তুতি শুরু করতে হয়। প্রতিটি ম্যাচের পরিস্থিতি থাকে ভিন্ন। এ ছাড়াও ভিন্ন ভিন্ন মাঠে খেলা হচ্ছে। তাই প্রতিটি ম্যাচ নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে বলে জানিয়েছেন মাশরাফি।

'দুটি ভিন্ন দল। যেটি আগেও বলেছি যে এই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার পর এতো সময় থাকে না যে আমরা জিতেছি বা হেরেছি সেটি নিয়ে চিন্তা করার। কারণ প্রত্যেক ম্যাচের পরিস্থিতি ভিন্ন, প্রতিপক্ষের বোলিং অ্যাটাক এবং ব্যাটিং ভিন্ন। ভিন্ন মাঠে খেলা হচ্ছে, সুতরাং আমার কাছে মনে হয় প্রত্যেকটি ম্যাচকে আলাদাভাবে নিয়ে আমাদের খেলতে হচ্ছে।'

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটিকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি থেকে আত্মবিশ্বাস ছাড়া আর কিছু নেয়ার নেই বলেই মনে করেন মাশরাফি। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে অজিদের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চান অভিজ্ঞ এই অধিনায়ক। 

'কালকের ম্যাচটি আমাদের কাছে আলাদা করে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় না যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি থেকে পাওয়া আত্মবিশ্বাস ছাড়া আর অন্য কিছু এখানে সাহায্য করবে। আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ। আমরা সেটি মাঠে নিয়ে আমাদের সেরা খেলাটি খেলার চেষ্টা করতে পারি।'