বিশ্বকাপ

সাকিবকে ওয়ান ম্যান আর্মি বলতে চাই নাঃ মাশরাফি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:10 বুধবার, 19 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইংল্যান্ড বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া দুটি জয়েই কান্ডারির ভূমিকায় ছিলেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচেই হেসেছে তাঁর ব্যাট। ফলে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অনেকেই ওয়ান ম্যান আর্মি হিসেবে বিবেচনা করছেন। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এভাবে ভাবছেন না।

মাশরাফির মতে, বাংলাদেশের হয়ে অনেকেই অবদান রাখছেন। বিশেষ করে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের নাম উল্লেখ করেছেন মাশরাফি। এই পেসার নিয়মিতই বাংলাদেশকে শুরুতে উইকেট এনে দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ক্রিস গেইলের উইকেট এনে দেন তিনি। 

এ ছাড়া সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরাও দলের জন্য অবদান রাখছেন। সর্বশেষ ম্যাচে সুযোগ পাওয়া লিটন দাসও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন চোখ ধাঁধানো এক ইনিংস খেলে। তাই সাকিবকে কৃতিত্ব দিলেও তাকে ওয়ান ম্যান আর্মি বলতে চান না মাশরাফি।

'আমি বলবো না যে এটি ওয়ান ম্যান আর্মি ছিল। সাকিব রান করছে, এটি আমাদের দলের জন্য অনেক ভালো ব্যাপার। তবে আপনি যদি আমাদের দলের দিকে দেখেন, তাহলে দেখবেন অন্য ছেলেরাও ভালো করছে। মুস্তাফিজ উইকেট পেয়েছে। সাইফউদ্দিন শুরুতে উইকেট পেয়েছিল। বিশ্বের সবাই জানে যে ক্রিস গেইল কী করতে পারে। সুতরাং এটি ওয়ান ম্যান আর্মি ছিল না। যদি কেউ ১০০ রান করে দলের জন্য, তা অবশ্যই সাহায্য করবে তবে এটি ওয়ান ম্যান আর্মি ছিল না। সাকিব এক্সেপশনাল। সে এই মুহূর্তে সেরা খেলাটি খেলছে।'

চলতি বিশ্বকাপে বল হাতে ভালো ছন্দে আছেন মুস্তাফিজ-সাইফুদ্দিন-মিরাজরা। প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন তামিম-সৌম্যরা। মাশরাফি মনে করেন সাকিব ভালো করলেও দলের অন্য ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে।

'আমি মনে করি মুস্তাফিজ, সাইফউদ্দিন ও তামিম ভালো শুরু পেয়েছিল, সৌম্য ভালো শুরু পেয়েছিল। লিটন এবং মুশির (মুশফিক) কথাও বাদ দেয়া যাবে না। বিশেষ করে মিরাজও ভালো বোলিং করেছে। সুতরাং এটি ওয়ান ম্যান আর্মি ছিল না। তবে আপনি যেটি বললেন যে সে দুর্দান্ত খেলেছে। কাউকে এগিয়ে আসতে হবে। সাকিবকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে, সে যা করছে তার জন্য। একই সঙ্গে অন্যান্য খেলোয়াড়রা যা করছে এটি অনেক ভালো কিছু।'