বিশ্বকাপ

সাকিবের সেরাটা নিতে মাশরাফির টোটকা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:01 বুধবার, 19 জুন, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিশ্বকাপের শুরু থেকেই ফর্মের তুঙ্গে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের জন্য তাঁর এমন পারফর্মেন্স যেন অব্যাহত থাকে, এ কারণে একাদশের বাকি ক্রিকেটারদের সহযোগিতা চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


ব্যাটে-বলে চলমান বিশ্বকাপে চমকপ্রদ পারফর্মেন্স করছেন সাকিব। সাকিব যেন কিছুটা নির্ভারভাবে খেলতে পারেন এবং তাঁর দুর্দান্ত পারফর্মেন্সের শতভাগ কাজে লাগাতে পারেন বাংলাদেশ, সেই জন্য বাকিদের কাছে মাশরাফির এমন চাওয়া।  

'সাকিব দারুণ খেলছে। সে বাংলাদেশের হয়ে যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছে তখন থেকেই দারুণ পারফর্ম করছে। সে নিজেও জানে যে সে একজন আত্মবিশ্বাসী ক্রিকেটার এবং আশা করি এভাবেই সে খেলবে। 

সে যেভাবে খেলছে আমি মনে করি তাতে আমাদেরকেও তাঁকে সমর্থন দিতে হবে। আমি মনে করি সাকিব যা করছে এর সাথে আমরাও মানিয়ে নিতে পারবো এবং অন্য খেলোয়াড়েরাও এগিয়ে আসবে।' অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এভাবেই বলেছেন মাশরাফি।

নটিংহ্যামের উইকেট ব্যাটিং সহায়কই হবে বলে বিশ্বাস মাশরাফির। তবে ক্রিকেটারদের কাছ থেকে সব বিভাগেই ভালো পারফর্মেন্সের প্রত্যাশা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

'বোলিংয়েও ভালো করতে হবে আমাদের। আমরা একটি ভালো ব্যাটিং উইকেট পেতে যাচ্ছি। আমাদের লক্ষ্য থাকবে ভালো করা এবং দারুণ বোলিং করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে আটকে ফেলার। এরআগে অবশ্যই ব্যাটিংয়ে ভালো করতে হবে।'